বিয়ের কয়েক মাসের মধ্যেই কপাল পুড়ল ক্যাটরিনা! ভিকির এই দৃশ্য দেখে কি প্রতিক্রিয়া অভিনেত্রীর

এ যেন চোরি চোরি চুপকে চুপকে অবস্থা! শেষে কিনা ক্যাটরিনাকে ছেড়ে গোপন অভিসারে ভিকি? হ্যা ঠিকই শুনছেন বিয়ের কয়েক মাস পেরোতে না পেরোতেই ভিকির দেখা মিললো অন্য এক মহিলার সঙ্গে। কেবল দেখা নয় একেবারে ঘনিষ্ঠ অবস্থায় ধরা পড়লো তারা আর তারপর থেকেই কানাঘুষো প্রশ্ন তবে কি গোপনে অন্যকে মন দিয়েছেন ভিকি কৌশল।
গত ডিসেম্বরেই চারহাত এক হয়েছে ভিকি-ক্যাটের। রাজস্থান রাজকীয় ভাবে বসেছিল বিয়ে আসর। বিয়ের পর নিউইয়র্কে ছুটিও কাটিয়ে এসেছেন তারা কিন্তু বছর পেরোনোর আগেই সুখী দাম্পত্যে উঠে এলো প্রশ্নচিহ্ন। ভিকিকে দেখা গেল অন্য নারীর সংস্পর্শে। নতুন নারীর সাথেই ঘনিষ্ঠ অবস্থায় ধরা দিলেন তিনি।
ভাইরাল এই ছবিগুলোতে দেখা যাচ্ছে কখনো ভিকি তাকে কোলে তুলছে কখনো বা ভিকির ওপর শুয়ে আছে এই মিস্ট্রি গার্ল। আসলে এই ছবি গুলির নেপথ্যে রয়েছে নতুন সিনেমা। না ভয় পাওয়ার কোনো কারণ নেই, অন্তরঙ্গ মুহূর্তের সব ছবি কেবলমাত্র সিনেমার স্বার্থে। যে সিনেমায় অভিনেতার বিপরীতে থাকছেন তৃপ্তি দিমরি। এই মুহূর্তে ভিকি ও তৃপ্তি ছবির শুটিংয়ের জন্য রয়েছেন ক্রোয়েশিয়ায়। আর সেই সিনেমার গানের কিছু স্টিল ছবি ভাইরাল হয়েছে নেট মাধ্যমে যা রীতিমতো শোরগোল ফেলে দিয়েছে নেটপাড়ায়।
একপ্রকার ছবির শুটিং শেষ হওয়ার আগেই দর্শকদের মধ্যে উত্তেজনা বাড়াতে প্রমোশনে নেমে পড়েছেন এই দুই তারকা। জানা যাচ্ছে ছবিতে ভিন্ন ধরনের লুকে দেখা যেতে চলেছে ভিকিকে। এছাড়াও আরও চারটি ছবিতে অভিনয় করতে চলেছেন ভিকি। স্বাভাবিকভাবেই এই ছবি ও খবর সামনে আসতেই অপেক্ষা প্রহর গোনা শুরু করেছেন অনুরাগীরা।