Advertisements

সেক্সি ফিগারে ঝড় তুলল মধুমিতা সরকার, অভিনেত্রীর হটনেসে নিজেকে সামলাতে পারলেন না বরুণ ধাওয়ান

Advertisements

অভিনেত্রী মধুমিতা সরকার কয়েক দিনের মধ্যেই বেশ জনপ্রিয় হয়ে উঠেছেন। প্রথম জীবন টেলিভিশন দিয়ে শুরু করলেও এখন তিনি বড় পর্দার একজন নামিদামি নায়িকা। লাভ আজ কাল পরশু সিনেমা দিয়ে টলিউডে পা রাখেন অভিনেত্রী আর তারপর থেকেই নায়িকাকে আর পেছন ফিরে তাকাতে হয়নি।

২০১১ সালে টেলি সিরিয়াল সবিনয় নিবেদন’ দিয়ে অভিনয় জীবন শুরু করেছিলেন মধুমিতার। তবে ‘বোঝে না সে বোঝে না’ সিরিয়ালে পাখি চরিত্রে অভিনয় করে দর্শকদের ভালোবাসা জিতে নেন মধুমিতা। অর্জুন চক্রবর্তী বিপরীতে ‘লাভ আজ কাল পরশু’ ছবিতে অভিনয়ের মধ্য দিয়ে বড় পর্দায় ডেভিউ করেন মধুমিতা। এ সিনেমায় ফুটে উঠেছিল নতুন প্রেমের এক মিষ্টি গল্প। এরপর গত বছর লকডাউন ওঠার পরেই মুক্তি পায় মধুমিতা এবং অপরাজিতা আঢ্য অভিনীত ‘ চিনি ‘, এই সিনেমায় মা ও মেয়ের সম্পর্ককে তুলে ধরা হয়েছে। এখন মধুমিতা ব্যস্ত নিজের তৃতীয় ছবি ‘ট্যাংরা ব্লুজ’ এর শুটিং নিয়ে। পরমব্রত চট্টোপাধ্যায়ের এর সঙ্গে এই ছবিতে জুটি বাঁধতে দেখা যাবে মধুমিতা কে।

সোশ্যাল মিডিয়ায় বেশ একটিভ মধুমিতা এবং তার সোশ্যাল একাউন্ট গুলিতে ভক্ত সংখ্যা ও প্রচুর। মধুমিতা প্রত্যেকটি ছবি প্রচুর লাইকের সংখ্যা পায় সোশ্যাল মিডিয়াতে। তবে এবার মধুমিতা ছবিতে লাইক মারলেন স্পেশাল মানুষ, যা হয়তো মধুমিতা নিজেও কল্পনা করেননি।মধুমিতার সৌন্দর্য্যে মুগ্ধ হয়ে তাঁর ছবিতে লাইক মারলেন বলিউডের হার্টথ্রব বরুণ ধাওয়ান।

সম্প্রতি মধুমিতা নিজের ফটো শুটের একটি ভিডিও পোস্ট করেছেন ইনস্টাগ্রামে, যেখানে লাল রংয়ের গ্লিটারি হাই স্লিট স্কার্ট এবং অফ শোল্ডার টপসে উষ্ণতা ছড়িয়েছেন অভিনেত্রী, স্কার্টের ফাক দিয়ে দেখা যাচ্ছিল তার উরুতে করা ট্যাটু। ছবিটি পোস্ট করার সাথে সাথে কয়েক মুহূর্তের মধ্যেই তা ভাইরাল হয়ে যায় নেটদুনিয়ায় নেটিজেনদের পাশাপাশি মধুমিতার এই রূপে মজেছেন বলিউডের জনপ্রিয় অভিনেতা বরুণও। প্রেস করেছেন লাইক বটন।

এই ঘটনা নিয়ে মধুমিতা নিজেও বেশ আপ্লুত। বর্তমানে তার ইনস্টাগ্রামে স্টোরি দেখলেই তা প্রমাণ পাওয়া যাচ্ছে। মধুমিতা জানিয়েছেন তিনি এখনো বিশ্বাস করতে পারছেন না তার ছবিতে বরুণ ধাওয়ান লাইক মেরেছেন, অন্যান্য মেয়ের মতন বরুণের প্রতি তিনিও দুর্বল। সাধারণত ছবি পোস্ট করলে নানান মানুষের থেকে কটুক্তি শুনতে হয় তাকে তবে বরুণের এই লাইকটি তাকে আগামী সময়ে কাজ করার আরও অনুপ্রেরণা যোগাবে, এই বলে বরুণ কে ধন্যবাদ জানিয়েছেন অভিনেত্রী।

Related Articles