কান উৎসবে উদ্ভট পোশাকে হাজির উর্বশী, সকলের সামনে নাচতে গিয়ে ঘটালেন এই কেলেঙ্কারি

ক্রিকেট জগতের সাথে বলিউড জগৎ যেন ওতোপনতোভাবে জড়িত। বহু ক্রিকেটাররাই তাদের অর্ধাঙ্গিনী হিসেবে বেছে নিয়েছেন বলিউড অভিনেত্রীদের। সেরকমই এক ক্রিকেটারের নাম জড়িয়ে ছিল বলিউডের এক অভিনেত্রীর সঙ্গে তিনি হলেন ঋষভ পন্থ (Rishav Panth)। ক্রিকেটার ঋষভ পন্থের সাথে নাম জড়িয়েছে উর্বশী রাউতেলার (Urvashi Rautela)।
একবার তাদের মধ্যে সম্পর্ক গড়ে ওঠে, আর একবার দূরত্ব। বারংবার এই সম্পর্ক ও বিচ্ছেদ নিয়ে প্রায়শই ঊর্বশী রাউতেলা চর্চার শীর্ষালোকে থাকেন। এবার অবশ্য তিনি স্পটলাইটে এসেছেন অন্য কারণে। এই বছর কান চলচ্চিত্রে অংশগ্রহণ করে রাতারাতি নেট দুনিয়ায় ভাইরাল হলেন ঊর্বশী।
এর আগে বহু অভিনেত্রীরাই কান চলচ্চিত্র রেড কার্পেটের উপর দিয়ে বিভিন্ন লুকে হেঁটে প্রশংসিত হয়েছিলেন। এবার উর্বশীর রাউতেলার পালা। প্রথম দিনই তিনি তাক লাগিয়ে দিয়েছিলেন একটি অফ-শোল্ডার গাউন ও তার সাথে গোল্ডেন কৃত্রিম কুমিরের নেকলেস পড়ে। তার ঐ অদ্ভুত নেকলেস সেটটি দেখে শোরগোল পড়ে যায় নেট দুনিয়ায়। তবে কৃত্রিম কুমারের নেকলেস সেটটার দাম নেহাত কম নয়। সবচেয়ে দামি নেকলেস সেট হিসেবে তাকে ধরা যেতে পারে বলে শোনা গেছে।
তৃতীয় দিনের সাজও ছিল একেবারে হাটকে। তৃতীয় দিন তিনি খানিকটা ঐশ্বর্য রাইয়ের কান চলচ্চিত্রের ২০১৬ এর লুককে অনুসরণ করেই হয়তো করেছেন। তার কারণ তার পরনে ছিল অফসোল্ডার গাউন, গলায় গলা জোড়া হীরের নেকলেস এবং ঠোঁটে গাঢ় নীল রঙের লিপস্টিক। একবার ঐশ্বর্য রাইও কান চলচ্চিত্রে বেগুনি রংয়ের গাউনের সঙ্গে মানানসই বেগুনি রঙের লিপস্টিক পরেছিলেন। অনেকটা সেই রকমই অনুকরণ করেছেন উর্বশী।
চতুর্থ দিনে সেজেছিলেন পুরো ফুলের মত। কমলা রঙের গাউনের সাথে গলায় মুক্তোর চোকার, হাতে পরেছেন দারুন একটি আংটি। চোখের মেকাপ ছিল বেশ চড়া এবং চুল এলেমেলো খোঁপা করা। এক কথা একেবারে ‘সুন্দরী কমলা’ লাগছিল তাকে। তবে সুন্দরী কমলা বিপাকে পড়তে যাচ্ছিলেন নাচতে গিয়ে। যেহেতু গোড়ালি পর্যন্ত লঙ গাউন পরেছিলেন, তাই নাচতে গিয়ে পায়ের নিচে গাউন আটকে পড়তে যাচ্ছিলেন তিনি। এমনকি তার গাউনের সামনের অংশ ছিড়তে যাচ্ছিল। কোনরকমে তিনি নিজেকে সামলে নেন। এই ঘটনায় আবার অনেকে হেসে ওঠেন।