Urusa Javed : দিদির দুকাঠি উপরে! দুর্দান্ত বেলি ড্যান্সে নেটদুনিয়ায় ঝড় তুললেন উরফির বোন উরুসা

Urusa Javed : সোশ্যাল মিডিয়ায় অদ্ভুত পোশাক পরে হাজির হতে দেখা যায় এক যুবতীকে। তিনি পেশাগত জীবনে এখনও পর্যন্ত বিশেষ সাফল্য আনতে পেরেছেন কিনা তা আলোচিত বিষয় হলেও চর্চার কেন্দ্রবিন্দুতে যে তিনি নিজেকে সবকিছুর উপরে আনতে সক্ষম হয়েছেন তা এককথায় সকলেই স্বীকার করতে চায়। তিনি আর কেউ নন, তিনি হলেন উরফি জাভেদ। তবে আজকের প্রতিবেদন তাকে নিয়ে নয়, বরং তার বোন উরুসাকে নিয়ে।
তিনি একজন বেলি ড্যান্সার৷ তার নাচে অনেকেই ইতিমধ্যে মুগ্ধ। তিনি নিজের নাচের ভিডিও সোশ্যাল মিডিয়ায় পোস্ট করতে ভোলেন না। আর সেই ভিডিও হয়ে যায় ভাইরাল। বেলি ড্যান্স ভারতীয় সংস্কৃতির একটি নৃত্য না হলেও দেশের বাইরের অনেককিছু আমরা ধীরে ধীরে নিজেদের করে নিয়েছি। তেমনই একটি হল বেলি ড্যান্স।
View this post on Instagram
আর এই ড্যান্স করলেন উরফির বোন। তিনি নৃত্যশিল্পী ছাড়াও একজন ডিজিটাল মার্কেটের তা তিনি জানিয়েছেন নিজের সোশ্যাল হ্যান্ডেলে। তার সোশ্যাল মিডিয়ায় গেলেই দেখা যাবে এমন অজস্র নাচের ভিডিও। তার মধ্যে বেশিরভাগই ভাইরাল হয়ে যায়। তেমনই সম্প্রতি বেলি ড্যান্সের ভিডিওটিও ভাইরাল হয়ে গিয়েছে।