দিদি উরফিকে টেক্কা দিয়ে নিজের ‘বেশরম রং’ দেখালেন উরুসা, উত্তেজিত পুরুষ ভক্তরা

Advertisement

সম্প্রতি এবার বেলি ডান্স করে সোশ্যাল মিডিয়ায় তুমুল ভাইরাল হলেন উরফি জাভেদের দিদি উরুসা জাভেদ! উরফি নামটির সাথে কমবেশি সকলেই পরিচিত। অদ্ভুত ফ্যাশনের কারণে সোশ্যাল মিডিয়ায় পরিচিতি পেয়েছেন তিনি। অন্যদিকে তার দিদি উরুসাও সোশ্যাল মিডিয়ার পরিচিত মুখ। ইতিমধ্যেই মডেলিং শুরু করেছেন তিনি। ধীরে ধীরে নিজের ফ্যাশন সেন্স তুলে ধরছেন সকলের সামনে।

Advertisements

শোনা যায় তিনিও নাকি নিজেই পোশাক ডিজাইন করেন। আর সেগুলি পরে ফটোশ্যুটও করছেন, যার ঝলক দেখা যায় তার সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে। অন্যদিকে এর পাশাপাশি তিনি একজন ভালো নৃত্যশিল্পী। সম্প্রতি সেরকমই একটি ভিডিও পোস্ট করেছেন তিনি। যেখানে দেখা যাচ্ছে ‘পাঠান’ সিনেমার জনপ্রিয় গান ‘বেশরম রং’ গানে বেলি ডান্স করছেন তিনি।

Advertisements

নাচের সময় তার পরনে ছিল সাদা রঙের হল্টারনেক টপ এবং একটি হলুদ রঙের স্কার্ট। সাথে কোমরে বেলি ডান্স করার জন্য বিশেষ ধরনের একটি বেল্ট পরেছিলেন তিনি। অসাধারণ ভঙ্গিমায় নিজের নাচ প্রদর্শন করেছেন উরুসা। তাইতো সেটি পোস্ট করা মাত্রই তুমুল ভাইরাল সোশ্যাল মিডিয়ায়। এছাড়াও সেখানে নানান প্রশংসায় ভরিয়ে তুলেছেন অনুরাগীরা।

উল্লেখযোগ্য, উরফি যেমন নেতিবাচক মন্তব্যের শিকার হন সচরাচর। উরুসাকে কিন্তু সেরকমটা করা হয় না। আসলে তাকে বেশ পছন্দ করছেন নেটিজেনরা। ইতিমধ্যেই তাকে মডেল হিসেবে আত্মপ্রকাশ করতে দেখা গিয়েছে। একাধিক ফটোশ্যুটে অংশগ্রহণ করেছেন তিনি। যার ফলে তার অনুরাগীর সংখ্যাও বর্তমানে চোখে পড়ার মতো।

Related Articles