ছবিতে মিষ্টি হাসিমুখে দাঁড়িয়ে থাকা ছোট্ট মেয়েটি আজ জনপ্রিয় টেলি নায়িকা, চিনতে পারছেন অভিনেত্রীকে?

কার না ফিরে যেতে ইচ্ছা করে আনন্দে ঘেরা দুরন্তপনা শৈশবে! যে শৈশবে চিন্তা ছিলনা, ডিপ্রেশন বা মানসিক চাপের মতোন ভারী শব্দের আস্তরণ ছিল না জীবনজুড়ে ছিল প্রফুল্লতা, নির্মল আনন্দ। আর এই কারণেই বড় হওয়ার পর মানুষের জীবনে একটাই সাধ জাগে শৈশবে ফিরে যাওয়ার। কিন্তু বাস্তবে তো তা হয় না তবে যখন ফেলে আসা শৈশবের স্মৃতি মনের জানলায় উঁকি মারে তখন পুরনো অ্যালবাম হয়ে ওঠে বর্তমান আর শৈশবের সেতু।
সম্প্রতি এমনই এক শৈশবের স্মৃতিকে বর্তমানের দৃষ্টিপর্দায় জীবন্ত করে তুললেন এই টেলি অভিনেত্রী। পর্দাতেও তিনি চঞ্চল উচ্ছল সরল এক কন্যা যাকে দেখে এতোদিন দর্শকদের মুখে হাসি ফুটে এসেছে। আর এই ছবিতে পর্দার এই অভিনেত্রীকে সেই রকমই হাসিমুখে দেখা যাচ্ছে। ছোট্টবেলার সেই ছবিতে তার মুখে নির্মল এক আনন্দ, ফ্রক পরে দাঁড়িয়ে আছে সে।
কি বুঝতে পারছেন কে এই অভিনেত্রী!নিজের ছোটবেলার একটি ছবি সম্প্রতি শেয়ার করে নিয়েছেন অন্বেষা হাজরা। সদ্য শেষ হওয়া “এই পথ যদি না শেষ হয়” ধারাবাহিকের উর্মিকে এই ছবিতে দেখা যাচ্ছে দুহাত সামনের দিকে রেখে হাসিমুখে ছাদে দাঁড়িয়ে আছেন তিনি। কপালে কাজলের টিম মাথায় চুল আর মুখে সারল্যের হাসি।
ছবিটি শেয়ার করে নিয়ে অভিনেত্রী লিখেছেন “এক বছর দু মাস। পোজ দিয়ে ছবি তুলতে চাইতাম না বলে বন্দুক দেখিয়ে শান্ত করে ছবি তোলা হতো।” আসলে ছবির সাথে পুরনো মুহূর্তেদেরও ছুঁয়ে দেখার চেষ্টা করেছেন অন্বেষা। আর টেলি অভিনেত্রীর শৈশবের প্রাণোচ্ছল মুহূর্তে গা ভাসিয়েছেন তার অনুরাগীরা।