Urfi Javed: বাবার এমন কাজে জ্ঞান হারিয়ে ছিলেন উরফি

Advertisement

সোশ্যাল মিডিয়ায় বর্তমানে একটি জনপ্রিয় নাম হল উরফি জাভেদ (Urfi Javed)। তার অদ্ভুত পোশাকের জন্য তিনি বেশ জনপ্রিয়। একের পর এক অদ্ভুত পোশাকে তিনি সোশ্যাল মিডিয়ায় ঝড় তোলেন। আর সেই ঝড় যেনো থামতেই চায় না। তার ছবি ও ভিডিওতে প্রচুর মানুষ প্রতিক্রিয়া জানান। কারণ এর আগে কাউকে এভাবে প্রকাশ্যে অদ্ভুত পোশাকে দেখা যায়নি। কিন্তু এহেন উরফির জীবনে ছিল একসময় কালো দিন।

Advertisements

নিজের ব্যক্তিগত জীবনকে কখনই প্রকাশ্যে আনতে চান না তিনি। তবে অবশেষে সেই কালোময় দিনের কথা নিজেই জানালেন। তিনি জানান, আজ তিনি যেখানে তার জন্য যে যাত্রাপথ তাকে পার করতে হয়েছে তা খুব সহজ ছিল না। শৈশবের কথাও তুলে এনেছেন তিনি। একসময় বাড়ি থেকে তাকে পালিয়ে আসতে হয়েছে। এছাড়া বাবার সঙ্গে তিক্ত অভিজ্ঞতার কথাও শেয়ার করলেন উরফি।

Advertisements

খোলামেলা পোশাকের ফাঁকে উন্মুক্ত গোপনাঙ্গের খাঁজ, ‘বঙ্গকন্যা’ মৌনির এমন লুকে ঘায়েল ভক্তরা

তিনি জানান, মাত্র ১৭ বছর বয়সে বাড়ি থেকে পালিয়ে যান উরফি। ছোটোবেলা থেকে তাকে মানসিক ও শারীরিকভাবে হেনস্তা হতে হয়েছে। উরফি লখনউতে বড় হয়েছেন। তিনি জানান, আমাকে মানসিক ও শারীরিকভাবে অত্যাচার করা হত। ১৭ বছর বয়সে আমি দিল্লি পালিয়ে আসি। আমি আত্মহত্যা করতেও চেষ্টা করেছিলাম।

একবার বাবার হাতে মার খেয়ে তিনি অজ্ঞান হয়ে যান। তিনি যতক্ষণ না অজ্ঞান হচ্ছেন ততক্ষণ তার বাবা তাকে মেরেছিলেন। তিনি বাড়ি থেকে পালিয়ে প্রথমে দিল্লি ও পরে মুম্বাই আসেন। নিজেকে এরপর প্রতিষ্ঠা করতে শুরু করেন তিনি। মুম্বাইয়ে ধারাবাহিকে অভিনয় করার সুযোগ পেয়েছিলেন তিনি। এরপর বিগ বসে ডাক পান। তবে সেভাবে জনপ্রিয় না হলেও বর্তমানে তার উদ্ভট পোশাকের জন্য জনপ্রিয়তা এখন তার নিত্যসঙ্গী।

Related Articles