নির্লজ্জ উরফির 16 সেকেন্ডের ভিডিও ভাইরাল, উত্তাল সোশ্যাল মিডিয়া

উরফি (Urfi) মানেই নতুন কিছু। সেটা পোশাক হোক বা তার স্টাইল স্টেটমেন্ট। অর্ধ নগ্নতার সাথে সামঞ্জস্য উরফি। কখনো পুরোই নগ্ন তো কখনো আবার অদ্ভুত রকমের পোশাকে আবির্ভাব। বলা যায় সবকিছুকেই নিজের শরীরের সাথে মানিয়ে নেন উরফি। আর সেই কারণেই সোশ্যাল মিডিয়ায় (Social Media) ট্রোলে শিকার হন এই ফ্যাশনিস্তা।
তবে তাকে নিয়ে যতই চর্চা হোক সেইসব থোড়াই কেয়ার উরফি (Urfi)-র। সে নিজেই নিজের চিন্তাভাবনায় চলে। ফ্যাশন নিয়েই স্বপ্ন ছিল উরফির তাই বর্তমানে বিভিন্ন ধরনের পুরনো কাপড় কেটে নতুনত্ব কিছু পোশাকের উদ্ভব ঘটান ফ্যাশনিস্তা। কখনো সেলোটেপ, কাঠের ক্লিপ, ব্লেড প্রভৃতি জিনিসকে পোশাক বানিয়ে শরীর ঢাকেন উরফি (Urfi)।
অনেকেই তার এই অদ্ভুত পোশাক এবং স্টাইল দেখে প্রশংসা করেন। তবে অনেকে তাকে নিয়ে সমালোচনা করেন। সাম্প্রতিক সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে তার এক ভিডিও। যেখানে নিম্নাঙ্গ ঢেকে পাখির মতো উড়তে দেখা গেছে উরফি (Urfi)-কে।
তবে এই পোশাকে স্পষ্ট হয়েছে উরফি (Urfi)-র শরীরের ভাঁজ। এর পাশাপাশি মানানসই মেকাপে তাকে বেশ লাস্যময়ী অবতারে দেখা গিয়েছে। ফলে ভিডিও দেখে বরাবরের মতো এবারও অবাক হয়েছেন নেটজনতা।
অনেকেই তার এই কারুকার্য বেশ পছন্দ করেছেন। ধীরে ধীরে বাড়ছে ভিডিওর কমেন্ট সংখ্যা। বলা যায় এই ভিডিওর মাধ্যমে আবার সোশ্যাল মিডিয়ার সেন্সেশনে উঠে এসেছেন উরফি (Urfi)। তাকে নিয়ে চলছে নানারকম আলোচনা। ভিডিওটি যদি না দেখে থাকেন আপনিও চট করে দেখে আসুন। আর জানান উরফির এই অদ্ভুত কারুকার্য কেমন লাগলো।