বিনোদনভাইরাল ভিডিও

Urfi Javed| নিম্নাঙ্গ থেকে খুলে পড়ল স্কার্ট, নির্লজ্জের মতো দাঁড়িয়ে রঙ খেললেন উরফি! ভাইরাল ভিডিও

উরফি জাভেদ (Urfi Javed) মানেই একটি জিনিস চোখের সামনে ভেসে ওঠে, আর তা হল অদ্ভুত পোশাক। তিনি মাঝেমধ্যে অদ্ভুত পোশাকে প্রকাশ্যে হাজির হন। আর সেই পোশাক তাকে আরও বিতর্কের মধ্যে নিয়ে যায়। কিন্তু উরফি যেনো বিতর্ককেই ভালোবাসেন। আর এই কারণে বারংবার নানান অদ্ভুত পোশাকে প্রকাশ্য রাস্তায় বেরিয়ে পড়েন তিনি। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় উরফি তার হোলি পোস্ট নিয়ে হাজির হলেন।

আর সেই পোস্টে তার পোশাক দেখে রীতিমতো ভিরমি খেয়েছেন সোশ্যাল মিডিয়ার মানুষ। সম্প্রতি উরফি তার সোশ্যাল হ্যান্ডেলে একটি ছবি পোস্ট করেছেন। যেখানে তাকে দেখা গিয়েছে সাদা ব্রালেটে। এর পাশাপাশি হাতে রয়েছে গ্লাভস। সঙ্গে পরেছেন শর্টস্ ও স্কার্টস্৷ তার পরনে দেখা গিয়েছে একটি হাফ প্যান্ট। এটির সঙ্গে রয়েছে একটি সুতোর যোগ। আর তা নেমে এসেছে পায়ের কাছে। আর সেই সুতোর সঙ্গে কাপড়ে তার হাঁটু ঢাকা রয়েছে।

এরপর পায়ের একদম নীচের অংশ ঢাকা রয়েছে। এমন অদ্ভুত ও উন্মুক্ত পোশাকে পায়ে তিনি পরেছেন লাল হিল। এর পাশাপাশি চুল বেঁধে পরিপাটি মেকাপে নিজেকে সাজিয়ে তুলেছেন। পোশাকটি পুরোটাই সাদা রং-এর। এর পাশাপাশি তাকে রং নিয়ে খেলতে দেখা গিয়েছে। এই ছবি পোস্ট করে তিনি ক্যাপশনে লিখেছেন, ‘হ্যাপি হোলি বন্ধুরা’।

এই ছবি পোস্ট করে তিনি সোশ্যাল মিডিয়া থেকে প্রচুর পরিমাণে প্রতিক্রিয়া পান। তবে উরফির এই অদ্ভুত পোশাক তাকে আবারও বিতর্কের মাঝে নিয়ে এলো। একাধিক নেটিজেন নানান মন্তব্য করেছেন। তার এই অদ্ভুত পোশাক নিয়ে জিগ্যেস করা হলে উরফির স্পষ্ট জবাব তিনি নিজের পছন্দ মতন পোশাক পরেন। কাউকে তিনি পরোয়া করেন না।