খোলা বুকে নেই কোনও পোশাক, নির্লজ্জের চূড়ান্ত সীমা ছাড়ালেন উরফি (Video)

Advertisement

উদ্ভট পোশাক পরে প্রকাশ্যে আসার নামই হল উরফি জাভেদ (Uorfi Javed)। মুম্বাইয়ের রাস্তায় কিংবা মুম্বাই বিমানবন্দরে মাঝেমধ্যে তাকে দেখা যায়। তবে তার সঙ্গে আরেকটি জিনিস লক্ষ্য করা যায়। আর সেটি হল অভিনেত্রীর পোশাক। পোশাকে এমন বিভিন্নতা হয়তো কেউ এর আগে দেখেনি।

Advertisements

সোশ্যাল মিডিয়ায় এভাবেই রাতারাতি জনপ্রিয় হয়ে গিয়েছেন উরফি। হিন্দি টেলিভিশনের মধ্যে দিয়ে পেশাগত জীবন শুরু করলেও এরপর ‘বিগ বস ওটিটি’ শোয়ে প্রতিযোগী হিসেবে সকলের নজরে আসেন। তবে এসব এখন অতীত। বর্তমানে উরফি মানেই নানান বিতর্ক। অদ্ভুত পোশাকে সকলের সামনে দিব্যি হাজির হয়ে যান তিনি।

Advertisements

পাপারাজ্জিদের সঙ্গে খোশমেজাজে কথা বলার সঙ্গে সঙ্গে নানান পোজও দিতে থাকেন তিনি। তবে সম্প্রতি উরফি যেনো এক নতুন অবতারে হাজির হলেন সকলের সামনে। কারণ এমন পোশাকে এর আগে তাকে দেখা যায়নি। তবে পোশাক নয়, তিনি এবার ফলকে বিকিনি হিসেবে ব্যবহার করে বক্ষ আবৃত করেছেন।

ফল খাওয়ার পাশাপাশি যে তিনি ফল পরেন তা এবার দেখিয়ে দিলেন নিজেই। ভিডিওতে দেখা গিয়েছে তার বক্ষ জুড়ে কিউয়ি ফল। এই ফলকে বিকিনি কায়দায় পরেছেন তিনি। সঙ্গে পরেছেন কালো ট্রাউজার। এই ভিডিও সোশ্যাল হ্যান্ডেলে শেয়ার করে উরফি লেখেন, “বলুন তো কোন ফল?”

Related Articles