কালো টেপ দিয়ে ঢাকা গোপনাঙ্গ! হাওয়ায় শাড়ি উড়তে ক্যামেরার সামনে লজ্জায় পড়লেন উরফি

সম্প্রতি এবার একাধিক সাজে ধরা দিয়ে সোশ্যাল মিডিয়ায় ঝড় তুললেন সকলের পরিচিত উরফি জাভেদ! উরফি মানেই বিতর্ক, তিনি যে কোনো ছবি বা রিল ভিডিও পোস্ট করুন না কেন তাকে ঘিরে তৈরি হয় সমালোচনা। আসলে এর পেছনে রয়েছে তার অদ্ভুত সব পোশাক পরার ধরন। এমন সব পোশাক পরে তিনি নিজেকে তুলে ধরেন যেগুলি পরার কথা কল্পনাও করতে পারেন না মানুষ।
অথচ সেগুলি পরে সাবলীলভাবে ক্যামেরার সামনে পোজ দেন তিনি। সম্প্রতি সেরকমই কয়েকটি ফটোশ্যুটে মেতে উঠেছিলেন উরফি। যেখানে তাকে ভিন্ন ভিন্ন সাজে দেখা গিয়েছে। আর সেগুলো দেখে রীতিমতো মাথা ঘুরে গিয়েছে নেটিজেনদের। কখনো তাকে দেখা গিয়েছে গোলাপী রঙের চুলে। আর এই অদ্ভুত চুলের রঙের পাশাপাশি থাকে অন্যরকম পোশাকেও দেখা গিয়েছে।
কখনো দেখা যাচ্ছে সাদা ম্যাট্রেসের উপর বসে রয়েছেন তিনি। আবার কখনো ধরা দিয়েছেন লাল ও বাদামী রঙের একটি খোলামেলা ইজিপ্টিয় পোশাকে। শুধু তাই নয় কখনো তাকে কালো রঙের মনোকিনি পরে থাকতেও দেখা গিয়েছে। আবার একটি ভিডিওতে দেখা যাচ্ছে গোল্ডেন প্লেট দিয়ে ঢেকে রেখেছেন স্তনযুগল।
এখানেই শেষ নয় কোনো ভিডিওতে দেখা যাচ্ছে নিম্নাঙ্গে রয়েছে কাপড় জড়ানো। আবার কোনো ভিডিওতে স্তন ঢেকে রেখেছেন কালো টেপ দিয়ে। সবমিলিয়ে একেবারে অন্যরকম সাজে ধরা দিয়েছেন তিনি। তবে সেগুলো দেখার পর কটাক্ষ করেছেন নেটিজেনরা। কেউ কেউ বলেছেন, ‘যে কোনো পোশাক পরে আসলেই ফ্যাশন হয় না।’ আবার কারো কারো মতে তিনি অশালীনতার সীমা অতিক্রম করেছেন।