বিনোদনভাইরাল ভিডিও

উন্মুক্ত স্তনের উপর জড়ানো সোনালি সাপ! নয়া পোশাকে ফের ভাইরাল উরফি

শেষমেশ এবার গায়ে সাপ জড়িয়ে পোশাক তৈরি করলেন সোশ্যাল মিডিয়া খ্যাত উরফি জাভেদ! কী অবাক হচ্ছেন তো? অবাক হওয়ার কোনো কারণ নেই। কারণ উরফি মানেই সবকিছু সম্ভব, অন্তত পোশাকের ক্ষেত্রে। কারণ, তিনি এমন সব জিনিসপত্র দিয়ে পোশাক বানিয়েছেন যা কোনোদিনও কল্পনাতেও আনতে পারেনি কোনো ফ্যাশন ডিজাইনার।

নিজের পোশাক নিজেই ডিজাইন করেন তিনি। আর সেই কারণে কম কটাক্ষের সম্মুখীন হতে হয় না তাকে। তার পোশাক যে সমস্ত জিনিস দিয়ে তৈরি হয়েছে সেই তালিকায় রয়েছে চটের বস্তা, পাথর, কাগজ, ইলেকট্রিক তার ইত্যাদি। আর এবার সবকিছুর সীমা অতিক্রম করে সাপ দিয়ে পোশাক তৈরি করেছেন তিনি। না না চিন্তা নেই, আসল সাপ নয়।

আসলে কাপড় দিয়ে এই সাপের আকারে পোশাকটি তৈরি করেছেন উরফি। সম্প্রতি সোশ্যাল মিডিয়ার ভাইরাল হয়েছে সেই ভিডিও। যেখানে দেখা যাচ্ছে তার নাভির চারপাশ দিয়ে এবং স্তনের উপরে কুণ্ডলী পাকানো রয়েছে সাপ। যদিও আসল নয় কারণ তার গায়ে বিভিন্ন মণিমুক্ত দেওয়া রয়েছে। তবে তা দেখার পর নানান কটাক্ষ করেছেন নেটিজেনরা।

একজন তো যেমন লিখেছেন, ‘সাবধান দেখবেন ওই সাপটা যেন শরীরের কোনো গর্তে না ঢুকে যায়।’ আবার কারোর মতে ‘কখনো তো গোটা পোশাকেও সামনে আসতে পারেন।’ তবে কে কী বললেন তাতে কিছুই আসে যায় না উরফির বরং ফ্যাশন নিয়ে কোনো আপোষ করতে চান না তিনি। সময়ের সাথে সাথে তার পোশাক যেন আরো অদ্ভুততর হয়ে চলেছে।