ঊর্ধ্বাঙ্গে নেই পোশাক, এমন অবস্থায় একটা বাচ্চা ছেলেকে কাছে টেনে কটাক্ষের শিকার উরফি!
সম্প্রতি এবার এক বালকের সাথে ছবি তুলে সোশ্যাল মিডিয়ায় তুমুল কটাক্ষের সম্মুখীন হলেন উরফি জাভেদ। সোশ্যাল মিডিয়া খ্যাত উরফিকে নিয়ে নতুন করে কিছু বলার প্রয়োজন পড়ে না। ইতিবাচক জনপ্রিয়তার থেকে বেশি নেতিবাচক জনপ্রিয়তা লাভ করেছেন তিনি। যার নেপথ্যে রয়েছে তার অদ্ভুত পোশাক পরার ধরন। অকল্পনীয় ফ্যাশন ফলো করতে দেখা যায় তাকে।
এমন সব পোশাক পরে তিনি সামনে ধরা দেন যেগুলি মানুষ কখনো পরার কথা ভাবতেই পারেন না। যদিও কোনো বিষয়কেই তোয়াক্কা করেন না তিনি। নিজের ছন্দেই ফ্যাশন মেনে চলেন। মাঝেমধ্যেই তাকে পাপারাজ্জিদের সম্মুখীন হতে দেখা যায়। সম্প্রতি সেরকমই একটি ভিডিও ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। যেখানে দেখা যাচ্ছে গাড়ি থেকে বেরিয়ে সামনে দাঁড়ালেন তিনি।
পরনে রয়েছে একটি চেরি রংয়ের পোশাক, উর্ধাঙ্গ বেশিরভাগটাই অনাবৃত রয়েছে। স্তনযুগল ঢাকা রয়েছে দু টুকরো কাপড় দিয়ে। এছাড়া অন্যরকমের হেয়ার স্টাইলে দেখা গিয়েছে তাকে। প্রথমে পাপারাজ্জিদের অনুরোধে তাকে কয়েক সিঁড়ি উঠে দাঁড়াতে দেখা যায়। এরপর কয়েকজন বালিকা এসে তার সাথে ছবি তোলেন। এরপরেই এক বালককে দেখা যায় তার সাথে ছবি তুলতে।
যা দেখার পর নানান কটাক্ষে ভরিয়ে তুলেছেন নেটিজেনরা। কেউ কেউ লিখেছেন, ‘বাচ্চাদেরকেও রেহাই দেবে না উরফি।’ আবার কারোর মতে ‘ছোট্ট ছেলেটাকেও বিগড়ে দিলো রে।’ সবমিলিয়ে নানান সমালোচনায় ভরিয়ে তুলেছেন সকলে। যদিও উরফি নিজেও বুঝতে পারেননি ওই বালক তার সাথে ছবি তুলতে চাইবে। অন্যদিকে হোলির প্ল্যান সম্পর্কে তিনি জানিয়েছেন বাইরে বেরোবেন না, ঘরেই থাকবেন।