বিনোদনভাইরাল ভিডিও

‘ভাঙা হৃদয়’ দিয়ে গোপনাঙ্গ ঢাকলেন নির্লজ্জ উরফি!

সোশ্যাল মিডিয়ায় বর্তমানে ভাইরাল হওয়া খুব সহজ। তাই নানান নেতিবাচক কাজকর্ম করে যেমন কেউ খুব তাড়াতাড়ি ভাইরাল হয়ে যায় তেমনই ইতিবাচক কাজকর্ম করেও ভাইরাল হন অনেকে। তবে বর্তমান সোশ্যাল মিডিয়ায় এক মডেলের অদ্ভুত পোশাকের জেরে তিনি ইতিমধ্যে বেশ জনপ্রিয়তা অর্জন করেছেন। তিনি আর কেউ নন, তিনি হলেন মুম্বাইয়ের মডেল উরফি জাভেদ (Urfi Javed)।

তার অদ্ভুত পোশাকের জেরে তিনি ইতিমধ্যে চর্চার কেন্দ্রবিন্দুতে রয়েছেন। কিন্তু কাউকে পরোয়া করেন না তিনি। বিতর্ক তাকে ঘিরে ধরলেও তিনি সেসব হাওয়ায় ভাসিয়ে দেন। তার এই পোশাকের জন্য উরফিকে কম হেনস্তা হতে হয়নি। আইনি পদক্ষেপও পার করতে হয়েছে তাকে। তবু নিজের ফ্যাশন নিয়ে এক্সপেরিমেন্ট বজায় রেখেছেন উরফি।

কখনও তাকে দেখা যায় পোশাক বিভিন্ন ভাবে কেটে তা গায়ে চাপাতে আবার কখনও দেখা যায় স্টিকার দিয়ে কোনোরকমে ঢেকে রাখেন গোপন স্থান। কখনও খবরের কাগজের আড়ালে রাখেন শরীর। তবে সম্প্রতি তিনি যা করলেন তাতে তার শরীরের সবটুকু স্পষ্ট হল। আর সেই ভিডিও সোশ্যাল মিডিয়ায় ব্যাপক ভাইরাল হয়েছে। সম্প্রতি ভাইরাল ভিডিওতে দেখা গিয়েছে তার বক্ষ যুগল আবৃত করে রেখেছে একটি ভগ্ন হৃদয়।

নীচে পরেছেন কালো ট্রাউজার। তবে গায়ে গয়না বলতে কিছুই নেই। চুল রয়েছে বাঁধা এবং মানানসই ন্যুড মেকাপে নিজেকে সাজিয়েছেন তিনি। এমন সামান্য পোশাকে প্রকাশ্যে বেরিয়ে এলেন উরফি। তার ভিডিওতে নেট দুনিয়ার কাংশের নেতিবাচক মন্তব্য দেখা গিয়েছে। একজন লিখেছেন, “ভিডিওটি দেখার পর আমার চপ্পলটা খুঁজছি শুধু”। আরেকজনের কথায়, “এটা দেখে আমি তো শুধু ডিসলাইক অপশন খুঁজছি”।