সকলের সামনে ধরা পড়লো মধুমিতার এই দুর্বলতা (ভিডিও)

Advertisement

ছোটো পর্দা থেকে বড় পর্দায় ডেবিউ এত কম সময়ে খুব কম অভিনেত্রীই করেছেন। তাদের মধ্যে অন্যতম হল মধুমিতা সরকার (Madhumita Sarcar)। ছোটো পর্দায় ‘বোঝে না সে বোঝে না’ ধারাবাহিকে অভিনয়ের মধ্যে দিয়ে বিপুল জনপ্রিয় হয়ে ওঠেন মধুমিতা। এরপর একের পর এক ধারাবাহিকে সুযোগ পেয়ে যান তিনি। বর্তমানে তিনি বড় পর্দার অভিনেত্রী। ইতিমধ্যে অনেকগুলি ছবিতে অভিনয় করে ফেলেছেন।

Advertisements

অভিনয়ের পাশাপাশি ফটোশ্যুটও করে থাকেন তিনি। আর সেই ছবি নিজের সোশ্যাল হ্যান্ডেলে পোস্ট করতে ভোলেন না। তাই মাঝেমধ্যে নানান ফটোশ্যুটের ছবি দেখা যায়। যেখানে নিত্য নতুন পোশাকে ফ্যাশন দুনিয়ায় ঝড় তোলেন তিনি। কখনও ওয়েস্টার্ন পোশাকে আবার কখনও বাঙালিয়ানায় নিজেকে ধরা দেন মধুমিতা। সম্প্রতি একটি আন্তর্জাতিক হেয়ারকালার ব্রান্ডের র‍্যাম্প শোয়ে হাঁটলেন তিনি।

Advertisements

সেখানে তিনি পরেছিলেন ফুশিয়া পিঙ্ক রঙের কো-অর্ড সেট। উপরে তিনি পরেছিলেন গোলাপি রঙের ব্লেজার ও টপ। এর সঙ্গে তাকে পরতে দেখা গিয়েছিল গোলাপি রঙের ট্রাউজার। মধুমিতার চুলের রং করা ছিল সোনালী ঘেঁষা। কিন্তু সব গন্ডগোল বাঁধল তার র‍্যাম্প ওয়াক নিয়ে। মধুমিতার হাঁটা দেখে মনে হয়েছে তিনি র‍্যাম্পে হাঁটার বদলে নাচ করছেন। মধুমিতা সবথেকে আকর্ষণীয় মুখ হলেও তাকে হারিয়ে দিলেন বাকি মডেলরা।

মধুমিতা নিজের সোশ্যাল হ্যান্ডেলে শেয়ার করেছেন তার র‍্যাম্প ওয়াক। আর তাতে অনেক নেটিজেন মন্তব্য করেছেন, নায়িকা হয়েও র‍্যাম্প ওয়াকে ঠিকমতো হাঁটতে পারেন না তিনি। তার র‍্যাম্প ওয়াক করা উচিত নয়। তবে এর পাশাপাশি অনেকে প্রশংসা করেছেন। এর পাশাপাশি মধুমিতা তার অভিনয় জীবনে বেশ ব্যস্ত। তাকে দেখা গিয়েছে ‘হইচই’-এর ওয়েব সিরিজ ‘জাতিস্মর’-এ।

Related Articles