বিনোদনভাইরাল ভিডিও

সুখের সংসার ভাঙতে চলেছে নীল-তৃণার? বিচ্ছেদের গুঞ্জনের মাঝে মুখ খুললেন অভিনেত্রী

বিনোদন জগৎ মানেই সর্বদা শোনা যায় প্রেম, বিয়ে, বিচ্ছেদের সুর। নিজেদের প্রিয় তারকাদের কখনো দেখা যায় গাঁটছড়া বাঁধতে, আবার কখনো কিছুদিনের মধ্যেই সেই বাঁধনে ছেদ পড়তে দেখা যায়। এসব গ্ল্যামার জগতে নিত্যদিনের ঘটনা। ঠিক তেমনি এবার টলিপাড়ায় কান পাতলে শোনা যাচ্ছে অতি জনপ্রিয় তৃনীল জুটির বিচ্ছেদের কথা। তবে কি বিয়ের দু বছরের মধ্যেই ভাঙতে চলেছে তাদের সম্পর্ক। এবার এই প্রসঙ্গে মুখ খুললেন তৃনা নিজেই, কি বললেন তিনি চলুন জেনে নি।

তৃনা সাহা এবং নীল ভট্টাচার্যের জুটি টলিপাড়ায় বেশ জনপ্রিয়। দীর্ঘ ১০ বছর চুটিয়ে প্রেম করার পর পর ২০২১ সালে ৪ঠা ফেব্রুয়ারি বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছিলেন তারা। তাদের বিবাহে উপস্থিত ছিলেন বড় বড় সেলিব্রিটি সহ পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মাননীয়া মমতার বন্দ্যোপাধ্যায়। জাকজমক পূর্ণ তাদের বিয়ের তাক লাগিয়েছিল নেটিজেনদের। পর্দায় তাদের একসাথে দেখা না গেলেও রিয়েল লাইফের এই জুটির সকলের বেশ পছন্দের।

তবে তাদের বিচ্ছেদের কথা সোশ্যাল মিডিয়ায় আসতেই রীতিমতো ঝড় উঠেছে সোশ্যাল মিডিয়ায়। নেটিজেনরা মনে করছেন তারা তাদের সম্পর্ক ভাঙতে চলেছেন। কারণ তাদের একসাথে আর আগের মত সোশ্যাল মিডিয়ায় একসাথে দেখা যায় না। বাকিদের সাথে রিল ভিডিও বানালেও এই জুটিকে একসাথে আর দেখা যাচ্ছেনা। এছাড়াও তৃনা তার জন্মদিন খুব ছোটোভাবে সেলিব্রেট করেছিলেন এবং নীলকেও দেখা গিয়েছিল একাই “পাঠান” মুভি দেখতে যেতে। সব মিলিয়ে নেটিজেনদের জল্পনার ভিত আরো দৃঢ় হয়েছে। তবে কি ভাঙতে চলেছে তাদের সম্পর্ক।

তবে এই প্রসঙ্গে তৃনা জানিয়েছেন, “বর্তমানে সবকিছু সোশ্যাল মিডিয়া ভিত্তিক হয়ে উঠেছে। সোশ্যাল মিডিয়ার বাইরেও যে একটি ব্যক্তিগত জীবন থাকে এটা ভুলতে চলেছেন মানুষ। আমাদের সোশ্যাল মিডিয়া একসাথে দেখা না যাওয়াই মানুষ ভাবছেন আমাদের সম্পর্ক ভাঙতে চলেছে, আমরা একসাথে থাকছি না। আমাদের ডিভোর্স হতে চলেছে এমন কথাও উঠেছে সোশ্যাল মিডিয়ায়। তবে এগুলি কিছুই সত্য নয়। আগে এমন রটনা নিয়ে ভাবতাম, কিন্তু এখন আর ভাবি না। সর্বপরি আমরা ভালো আছি”। তৃনার এমন মন্তব্য নেটিজেনদের সমস্ত জল্পনায় জল ঢেলে দিয়েছে।