‘দুজনের পরিবারই আগাত পাচ্ছে!’ নীলের সঙ্গে বিচ্ছেদের জল্পনা নিয়ে যা বললেন তৃণা
ফের টলি পাড়ায় গুঞ্জন শুরু হয়েছে তৃণা (Trina Saha) ও নীল (Neel Bhattacharya) প্রসঙ্গে। দীর্ঘ এক দশক প্রেমের পর গত ২০২১ সালে গাঁটছড়া বাঁধেন নীল ভট্টাচার্য্য ও তৃণা সাহা। মহা ধুমধামের মধ্যে দিয়ে তাদের বিবাহ সম্পন্ন হয়। দুই বছর কাটতে না কাটতেই শোনা যাচ্ছে তাদের সম্পর্ক ভাঙনের পথে। এই গুঞ্জনের সূত্রপাত হয় সোশ্যাল মিডিয়ায় তারকা জুটি একে অপরের ছবি পোস্ট না করা। এছাড়া তৃণার জন্মদিনে নীলকে দেখা যায়নি।
এইসব কারণে আরও জোড়ালো হয় গুঞ্জন। এমনসব কারণগুলি তাদের সম্পর্ক নিয়ে প্রশ্ন চিহ্ন এঁকে দিয়েছিল। এর আগে তাদের তরফে জানানো হয়, সম্পর্কের সবকিছু প্রকাশ্যে জানানোর নয়। তারা ভালো আছেন। কিন্তু তারপরেও গুঞ্জন ও চর্চা পিছু ছাড়ছে না। তাই প্রেম দিবসের দিন মুখ খুললেন তৃণা সাহা। এক সংবাদমাধ্যমের কাছে সাক্ষাৎকারে তৃণা জানান, বর্তমানে বিশেষ দিনগুলিতে সোশ্যাল মিডিয়ায় পোস্ট না করলেই নানান গুঞ্জন শোনা যায় চারিদিকে।
এরপর তিনি বলেন, আমি সত্যিই এর কারণ জানি না। বাবা মা তাদের নিজেদের কবে শেষবার ‘ভালোবাসি’ বলেছেন তা ভুলতে বসেছেন। কিন্তু তারা একসঙ্গে ভালো আছেন। কিছু কিছু জিনিস আমরা প্রকাশ্যে আনতে চাই না। আমরা উদযাপন করলাম কি করলাম না, ছবি দিলাম কি দিলাম না তা দিয়ে আমাদের বিচার করবেন না।
তিনি আরও যোগ করেন, “এইসমস্ত কথা শুনে আমার কাছের মানুষেরা আঘাত পায়। দু’জনের পরিবার কষ্ট পায়। আমাদের নানান প্রশ্নের মুখে পড়তে হয়। আপনাদের কাছের মানুষের ব্যাপারে এমন বলা হলে মেনে নিতে পারবেন?” এমনটাই প্রতিক্রিয়া জানিয়েছেন তৃণা। অপরদিকে নীল ভালোবাসার দিনে সোশ্যাল মিডিয়ায় জবাব ছুড়ে দিয়েছেন। তৃণার সঙ্গে একটি ছবি পোস্ট করে তিনি লিখেছেন, “প্রেম দিবস স্পেশাল। এখন ছবি দেওয়া একটি গুরুত্বপূর্ণ বিষয় নাহলে খবর বেরোবে।”