একদিনে কোটি কোটি টাকা আয় করেন তৃণা? উত্তরে যা বললেন অভিনেত্রী

কোটি কোটি টাকার মালিক তৃণা? এই প্রশ্নে কি উত্তর দিলেন নায়িকা? টলিপাড়ার এক পরিচিত মুখ হল তৃণা সাহা (Trina Saha)। অন্যদিকে, তিনি অভিনেতা নীল ভট্টাচার্য (Neel Bhattacharya)-র স্ত্রী হিসেবেও পরিচিত। কয়েক দিন আগেই শেষ হয়েছে তৃণা অভিনীত ‘বালিঝড়’ (Balijhor) ধারাবাহিক। শুরুর দু-তিন মাসের মধ্যেই সমাপ্তি ঘটে এই ধারাবাহিকের।
তবে বর্তমানে বিজ্ঞাপনের কাজ নিয়ে মেতেছেন তৃণা। তবে এর মধ্যেই সোশ্যাল মিডিয়ায় তুলে ধরলেন তাঁর এক ব্যক্তিগত তথ্য। প্রসঙ্গত, স্টার জলসায় (Star Jalsa) ‘খোকাবাবু’ (Khokababu) ধারাবাহিকের মাধ্যমে জনপ্রিয়তা পান তৃণা (Trina)। তারপরে ‘খড়কুটো’ (Khorkuto)-তেও তিনি বেশ জনপ্রিয়তা লাভ করেন দর্শকদের মাঝে। পরবর্তীতে ‘বালিঝড়’ ধারাবাহিকে সেরকমভাবে দর্শকদের রাস টানতে পারেনি অভিনেত্রী। ফলে সেই ধারাবাহিক শেষ হওয়ায় বিজ্ঞাপনের কাজ এবং একটি স্টুডিও নিয়ে মেতে রয়েছেন তৃণা।
জানা যায় গরিয়াহাটে প্রিপ্রোডাকশন এবং লুক সেটের স্টুডিও খুলেছেন নীল-তৃনা (Neel-Trina) জুটি। বর্তমানে সেই স্টুডিও সাজাতেই মন দিয়েছেন নিজেরা। পাশাপাশি জুটি বেঁধে তাঁরা বিজ্ঞাপনও করছেন। তবে এই সবকিছুর পাশাপাশি সোশ্যাল মিডিয়ায় ভালোই যোগাযোগ রয়েছে তৃণা সাহার। কয়েকদিন আগেই জানা গেছিল মুম্বাইয়ে পাড়ি দিয়েছিলেন তৃণা। তবে তার কারণ জানা যায়নি। বর্তমানে স্টুডিওর কাজ, বিজ্ঞাপনের কাজ এবং পরিবার ও দুই সারমেয় নিয়ে জীবন কাটছে অভিনেত্রী তৃণা সাহার।
তবে সাম্প্রতিক কয়েকদিন আগে ‘খোকাবাবু’ ধারাবাহিকের অভিজ্ঞতা নিয়ে সোশ্যাল মিডিয়ায় (Social Media) অনুরাগীদের সাথে কিছু কথা ভাগ করে নেন তৃণা। তবে তৃণা নাকি কোটি কোটি টাকা রোজগার করেন এমন কথা শোনা যায়। তবে এই প্রসঙ্গে অভিনেত্রী হেসে উত্তর দেন, তিনি এত টাকা কখনো একসাথে দেখেননি। পাশাপাশি তিনি এও বলেন তিনি সবসময় চেষ্টা করেন ধারাবাহিক, ফিল্ম বা বিজ্ঞাপনে তাঁর সেরাটুকু দেওয়ার। বর্তমানে বাছাই করা কাজ করছেন তৃণা। তাই তিনি তাঁর পছন্দের মতো চরিত্র পেলে তবেই আবার অভিনয় জগতে কাজ করবেন বলে জানা গিয়েছে।