Balijhor: ‘শেষ চার দিন…’ মাত্র দু-মাসেই ‘বালিঝড়’ শেষ হওয়া নিয়ে যা বললেন তৃণা

Advertisement

Balijhor: অবশেষে আশঙ্কাই সত্যি হলো! খুব কম সময়ের মধ্যেই শেষ হতে চলেছে ‘বালিঝড়’ নামক ধারাবাহিকটি। এর আগে আমরা এরকম অনেক ধারাবাহিক দেখেছি যেগুলি টিআরপির অভাবে শেষ হয়ে গিয়েছে। সেই তালিকাতেই এবার যোগ হলো এই ধারাবাহিকের নাম। নতুন বছরের শুরুতে একগুচ্ছ ধারাবাহিক নিয়ে হাজির হয়েছিল স্টার জলসা এবং জি বাংলা।

Advertisements

মূলত এই দুটি চ্যানেল একে অপরকে টক্কর দিতে একাধিক ধারাবাহিক নিয়ে আসে। সেরকমই স্টার জলসায় শুরু হয়েছিল তৃণা, কৌশিক, ইন্দ্রাশিসের মতোন তারকাদের নিয়ে তৈরি ধারাবাহিক ‘বালিঝড়’। তবে খুব শীঘ্রই তা শেষ হতে চলেছে। যেই বিষয়ে জানিয়েছেন স্বয়ং ধারাবাহিকের নায়িকা তৃণা। সম্প্রতি দুই নায়কের সাথে একটা সেলফি পোস্ট করেছিলেন তিনি।

Advertisements

 

Trina Saha: মাত্র দু-মাসেই কপাল পুড়লো ঝোরার, রাতারাতি বন্ধের মুখে ‘বালিঝড়’!

যার ক্যাপশনে লিখেছেন, ‘শেষ চার এপিসোড’। এমনকি তাতে ‘হ্যাপি এন্ডিং’ কথাটিও জুড়ে দিয়েছেন তিনি। যা দেখার পর সকলের মনে প্রশ্ন উঠেছিল তাহলে কি সত্যি শেষ হতে চলেছে এই ধারাবাহিক? এই বিষয়ে এবার মুখ খুলেছেন তিনি। জানিয়েছেন, ‘সত্যিই দীর্ঘদিনের জল্পনা মতো শেষ হতে চলেছে ধারাবাহিকটি। খুব কষ্ট হচ্ছে। এই কাজটা হয়তো সবার ভালো লাগেনি। তবে আমাদের হাল ছাড়লে চলবে না।’

তার মতে তাদের অনেক চেষ্টা চালিয়ে যেতে হবে। আরো অনেক বেশি পরিশ্রম করতে হবে। অন্যদিকে তার হাতে বেশ কিছু কাজ রয়েছে। এমনকি বড়োপর্দাতেও কাজ করেছেন তিনি। ইতিমধ্যেই শ্যুটিং শেষ করেছেন অরিন্দম শীল পরিচালিত ‘ইস্কাবনের বিবি’ সিনেমার। উল্লেখযোগ্য, এই ধারাবাহিক শেষ হলে তার পরিবর্তে সেখানে দেখা যাবে ‘রামপ্রসাদ’ ধারাবাহিকটি।

Related Articles