বিনোদন

টাকা না দিলে নগ্ন ছবি ফাঁস করে দেব! ফোনে অভিনেত্রী তৃণাকে হুমকি

টেলি ইন্ডাস্ট্রির অন্যতম জনপ্রিয় দম্পতি অভিনেতা নীল ভট্টাচার্য ও অভিনেত্রী তৃণা সাহা। অভিনয় জগতে তারা যতটা পরিচিত জনপ্রিয় ততটাই জনপ্রিয় জুটি হিসেবে। অনস্ক্রিন এখনো অব্দি কাজ না করলেও বাস্তবে তাদের প্রেম ভালবাসা রসায়ন রীতিমতো ঈর্ষা করার মত। কিন্তু ২০২৩ টা মোটেও ভালো যাচ্ছে না তাদের। তাদের সম্পর্ক ভাঙা নিয়ে গুঞ্জন জারি। সেই গুঞ্জন পাশ কাটালেও আর এরই মাঝে আরো এক ঝামেলায় জড়ালেন অভিনেত্রী।

কিছুদিন আগেই শুরু হয়েছে অভিনেত্রীর আসন্ন ধারাবাহিক বালিঝড়ের শুটিং। এরমাঝেই প্রতারণার শিকার টেলি অভিনেত্রী। এমনকি মিলছে হুমকি.. বৃহস্পতিবার সংবাদমাধ্যমে তিনি জানিয়েছেন হোয়াটসঅ্যাপে নগ্ন ছবি ভাইরাল করে দেওয়ার হুমকি দেওয়া হয়েছে সবমিলিয়ে দুশ্চিন্তায় তৃণা সাহা।

অভিনেত্রী জানান বৃহস্পতিবার সকালে তার কাছে একটি ফোন আসে। ওপারে থাকা ব্যক্তিটি জানান তার নামে এক ব্যক্তি লোন নিয়েছে। লোন নেওয়ার পর ইমারজেন্সি নম্বর হিসেবে তার ফোন নম্বরও দেওয়া হয়। যিনি অভিনেত্রীর নামে ১২৩৬৩ টাকা লোন নিয়েছে তিনি ফোন করে জানান টাকাটা অভিনেত্রীকে দিতে হবে আর এমনটা না করলে লোন নেওয়া ব‍্যক্তির নগ্ন ছবি ভাইরাল করে দেবে এমনটাই হুমকি।

তৃণার কথায়, কিভাবে তার ফোন নাম্বার এভাবে ছড়িয়েছে বা যে ব্যক্তি ফোন করেছে তারা কারা সেই বিষয়ে কিছুই জানেন না তিনি। তবে আপাতত থানায় অভিযোগ দায়ের করার কথা ভাবছেন তৃণা। নতুন কাজ শুরু আগে এমন বিপত্তিতে পড়ে রীতিমত চিন্তিত তিনি।