Advertisements

বিয়ের পর প্রথম দোল, অভিতাভের ‘Super Hit’ গানে জমিয়ে মজা করলেন অভিনেত্রী তৃণা সাহা, ভিডিও ভাইরাল

Advertisements

স্টার জলসার বাংলা জনপ্রিয় ডেইলি সোপ খরকুটো – এর গুনগুন ওরফে তৃণা এবং জি বাংলার কৃষ্ণকলি সিরিয়ালের নিখিল ওরফে নীল গত ফেব্রুয়ারিতে সাত পাকে বাঁধা পড়েছেন, দীর্ঘদিনের প্রেমকে পূর্ণতা দিয়ে জাকজমকের সাথে বিয়ে করেছেন নীল তৃণা। বিয়ের পর ছিল তাদের প্রথম রঙের উৎসব। হোলি মানেই প্রেমের উৎসব। আর সেই প্রেমের উৎসবে টলিপাড়ার এই প্রেমিক জুটি মেতে উঠছিলেন বসন্ত উৎসবে।

নীল তৃণার ভালোবাসা বহু বছরের, যখন তারা নিজেদের নাম পরিচিতি তৈরি করেননি তখন থেকেই এই জুটি একে অপরের হাত ধরে আছেন। আর বছরের শুরুতেই নিজেদের ১০ বছরের প্রেমকে পরিণতি দিয়েছেন তারা। রাজকীয় ভাবে সেরেছেন বিয়ের অনুষ্ঠান। বাইপাসের ধারের এক রিসোর্টে বিয়ের আসর বসেছিল, যেখানে খাবারের মেনু থেকে শুরু করে, বরের বেশে নিলের নৌকায় এন্ট্রি, নীলের বাবার টাকা ওড়ানো সবটাই ছিল একেবারে পিকচার পারফেক্ট।

ভগবান শ্রীকৃষ্ণ হোলিকা রক্ষসী কে বধ করে অশুভ এর বিনাশ এর সাথে শুভ সূচনা করেছিলেন। আর সেই দিনটিতে বৃন্দাবনে পালিত হয়েছিল আনন্দ উৎসব হোলি। গুলাল বা আবির খেলার মাধ্যমে শ্রীকৃষ্ণের সাথে আনন্দে মেতে উঠেছিল রাধা এবং গোপীগণ। বর্তমানে হোলির প্রচলন ভারতবর্ষের প্রায় সমস্ত প্রান্তে, এই দিনটিতে প্রত্যেকটি মানুষ মেতে ওঠে রঙের ছোঁয়ায়। সাধারণ মানুষ থেকে শুরু করে সেলিব্রিটি প্রত্যেকেই নিজের মতন সেলিব্রেট করে নেন রঙের উৎসবকে।

আর এইবার টলিপাড়ার নবদম্পতি নীল এবং তৃণা মেতে উঠলেন রঙের উৎসবে। তৃণা সাদা সালোয়ার কামিজের সাথে মানানসই লাল ওড়না পরে মুখে আবির মেখে নিজের হোলির ভিডিও পোস্ট করলেন ইনস্টাগ্রামে। ভিডিওটিতে হোলির বিখ্যাত গান রং বরসে তে তুমুল নাচছেন নায়িকা। বিয়ের পর প্রথম হোলি তাই স্পেশাল তো হবেই, ঠান্ডাই এর সাথে আবিরের রং সব মিলিয়ে একেবারে জমজমাট নীল তৃণার প্রথম হোলি।

Related Articles