বিনোদন

নীল অতীত, টলিউডের এই অভিনেতার সঙ্গে ফের বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন তৃণা!

টলি পাড়ার জনপ্রিয় অভিনেত্রী তৃণা সাহা (Trina Saha)। টেলিভিশনের পর্দায় একাধিক ধারাবাহিকে তিনি অভিনয় করেছেন। তার মধ্যে বেশ কিছু ধারাবাহিক জনপ্রিয়তা অর্জন করেছে। তাই অভিনেত্রীর জনপ্রিয়তা আর থেমে থাকেনি। তিনি ২০২১ সালে টলি পাড়ার এক জনপ্রিয় অভিনেতা নীল ভট্টাচার্য্যের সঙ্গে গাঁটছড়া বাঁধেন। মাঝে গুঞ্জন শোনা গিয়েছিল তাদের মধ্যে দূরত্ব তৈরি হয়েছে।

তবে তারা নিজেরাই সেই গুঞ্জনে ইতি টেনেছেন। কিন্তু সত্যিই কি তাই। কারণ তৃণার সোশ্যাল হ্যান্ডেলে লেখা রয়েছে “আবার বিয়ে”। তবে কি তিনি আবার বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন। চমকে গেলেন তো! আসলে বিষয়টি এমন নয়। কারণ বর্তমানে টেলিভিশনের পর্দায় চলছে নতুন ধারাবাহিক ‘বালিঝড়’। এই ধারাবাহিকে অভিনয় করছেন তৃণা।

আর এই ধারাবাহিকের আরেক চরিত্রের সঙ্গে বিয়ে। অর্থাৎ ‘বালিঝড়’-এ বিয়ের পিঁড়িতে বসতে চলেছে মহার্ঘ্য ও ঝোরা৷ আর সেই চরিত্রে অভিনয় করছেন কৌশিক রায় (Koushik Roy) ও তৃণা সাহা। এর আগে ‘খড়কুটো’ ধারাবাহিকে কৌশিক ও তৃণাকে দেখা গিয়েছিল। তাদের জুটি বেশ পছন্দ হয়েছিল দর্শকদের।

এবার নতুন ধারাবাহিকেও তারা জুটি বেঁধেছেন। ধারাবাহিক নতুন হলেও দর্শকদের পছন্দ বদলায়নি। তাই এই জুটিকে আবারও আপন করে নিয়েছেন দর্শকেরা। ‘খড়কুটো’-র মতন ‘বালিঝড়’-এও তাদের বিয়ের ধুম লেগেছে। তাই কৌশিক ক্যাপশনে লিখেছেন ‘আবার বিয়ে’।