‘আমাদের মধ্যে কোনো প্রতিযোগিতা নেই’, নীল সম্পর্কে মুখ খুললেন তৃণা

Advertisement

দুই বছর বিয়ের বয়স হলেও তাদের সম্পর্ক এক দশকেরও বেশি। টলিউডের জনপ্রিয় অভিনেত্রী তৃণা সাহা (Trina Saha) ও অভিনেতা নীল ভট্টাচার্য (Neel Bhattacharya) নিজেদের সম্পর্ককে স্বীকৃতি দিয়েছেন প্রকাশ্যেই। তারা একে অপরের সঙ্গে সোশ্যাল মিডিয়াতে ছবি ও ভিডিও পোস্ট করতেন বিবাহের পূর্বে। তবে দীর্ঘ দশ বছরের বেশি যে সম্পর্ক টিকে যায় সেখানে নিজেদের মধ্যে বোঝাপড়া বিষয়টি ভালোমতো থাকে।

Advertisements

Advertisements

সবার সম্পর্ক পরিণতি পাওয়ার আগে অনেক বাধা অতিক্রম করে। ব্যতিক্রম হয়নি নীল ও তৃণার সম্পর্কে। অনেকেই তাদের সম্পর্কে ভাঙন চাইলেও তারা সেগুলিকে প্রশ্রয় দেননি। নিজেদের প্রতি বিশ্বাস রেখেছিলেন তারা। ২০২১ সালের শুরুতেই তাদের সম্পর্ক সিঁদুর দানের মধ্যে দিয়ে পরিণতি পায়।

বর্তমানে তারা দু’জনেই একই চ্যানেলে অভিনয় করছেন। স্বামী ও স্ত্রী হলেও এখনও তারা একসঙ্গে কাজ করেননি। তবে স্টার জলসায় নীল ভট্টাচার্য্য অভিনয় করছেন ‘বাংলা মিডিয়াম’ ধারাবাহিকে এবং তৃণা অভিনয় করছেন ‘বালিঝড়’ ধারাবাহিকে। তারা দু’জনেই ধারাবাহিকের মুখ্য চরিত্রে অভিনয় করে চলেছেন। তবে টিআরপি তালিকায় বিশেষ প্রভাব ফেলতে পারছেন না তারা।

তবে এক সাক্ষাৎকারে তৃণা জানান, “টিআরপি নিয়ে আমার কোনো মাথাব্যথা নেই। তবে নীল মাঝেমধ্যে হতাশ হয়ে পড়ে। একই চ্যানেলে আলাদা ধারাবাহিকে অভিনয় করলেও আমাদের মধ্যে কোনো প্রতিযোগিতা নেই। আমরা বরাবরই একে অপরকে অনুপ্রাণিত করি”। শ্যুটিং সামলে কি তিনি স্বামীর অভিনীত ধারাবাহিক দেখার সুযোগ পান? এই প্রশ্নের উত্তরে তৃণা জানান, “একেবারে সময় পাই না। তবে সোশ্যাল মিডিয়ায় কোনো ক্লিপ দেখলে তখন দেখে নিই”। তৃণা ধারাবাহিকে অভিনয়ের পাশাপাশি এখন ওয়েব সিরিজেও পদার্পণ করেছেন।

Related Articles