Advertisements

বিয়ের পর শ্বশুর-শাশুড়ির ৩২তম বিবাহবার্ষিকী, মিষ্টি শুভেচ্ছায় ভরাল নব পুত্রবধূ তৃণা

Advertisements

স্টার জলসার বাংলা জনপ্রিয় ডেইলি সোপ খরকুটো – এর গুনগুন ওরফে তৃণা এবং জি বাংলার কৃষ্ণকলি সিরিয়ালের নিখিল ওরফে নীল গত ফেব্রুয়ারিতে সাত পাকে বাঁধা পড়েছেন, নীল তৃণার বিয়ে কোনো রূপকথার গল্প থেকে কম ছিলনা। বাইপাসের ধারে পিসি চন্দ্র গার্ডেনে বসেছিল রাজকীয় বিয়ের আসর।

নীল তৃণার ভালোবাসা বহু বছরের, যখন তারা নিজেদের নাম পরিচিতি তৈরি করেননি তখন থেকেই এই জুটি একে অপরের হাত ধরে আছেন। টানা দশ বছর প্রেম করার পর অবশেষে বিয়ে করেছেন তারা। নীল তৃণার বিয়েতে টলিউডের নামিদামি তারকা থেকে শুরু করে উপস্থিত ছিলেন খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। যেখানে খাবারের মেনু থেকে শুরু করে, বরের বেশে নিলের নৌকায় এন্ট্রি, নীলের বাবার টাকা ওড়ানো সবটাই ছিল একেবারে পিকচার পারফেক্ট।

বিয়ের পরই নিজেদের কাজ নিয়ে অত্যন্ত ব্যস্ত হয়ে পড়েছিলেন নবদম্পতি, তাদের মাথার উপর রয়েছে হাই টিআরপির সিরিয়ালের মুখ্য চরিত্রে দায়িত্ব। একফোঁটাও সময় না নষ্ট করে বিয়ের পরেই শ্যুট নিয়ে ব্যাস্ত হয়ে গেছিলেন দম্পতি। অন্যদিকে আবার তার সাথে তৃণমূল কংগ্রেসে যোগ দিয়েছেন নীল তৃণা, কোনো কেন্দ্র থেকে সরাসরি প্রার্থী হিসাবে না দারালেও তৃণমূল কংগ্রেসের হয়ে প্রচারে রাস্তায় নেমেছেন নীল তৃণা।

সদ্য নতুন জীবন শুরু করেছেন নীল তৃণা, একদিকে বিবাহিত জীবন অন্যদিকে টেলিভিশনের কাজ আর তার সাথে রাজনীতি। সব মিলিয়ে হাফ ছাড়ার সময় নেই, তবে সোশ্যাল মিডিয়ায় একে ওপরের সাথে কাটানো বিভিন্ন মুহূর্তের ছবি পোস্ট করতে থাকেন জুটি।

সম্প্রতি, গিয়েছে নীলের বাবা মায়ের ৩২ তম বিবাহবার্ষিকী। তৃণা বাড়িতে বউ হয়ে আসার পর এটাই প্রথম শ্বশুর শাশুড়ির বিবাহবার্ষিকী আর তাই নতুন বৌমা নিজের ইন্সট্রাগ্রাম হ্যান্ডেলে নীলের বাবা মায়ের সঙ্গে সপরিবারে একটি ছবি পোস্ট করে উইশ করলেন। ক্যাপশনে লিখলেন, ‘৩২ বছর একসঙ্গে থাকার সুখী মুহূর্ত। এমনকি তৃণা জানান তিনি ধন্য সেরা শ্বশুর শাশুড়ি পেয়ে’। পোস্ট করার সাথে সাথেই ছবিটি নেট মাধ্যমে হয়েছে ভাইরাল।

Related Articles