বিচ্ছেদের জল্পনা অতীত, নীল-তৃণার সংসারে এলো নতুন সদস্য!

Advertisement

বিচ্ছেদের জল্পনা উড়িয়ে নতুন সদস্য আগমনের সুখবর দিলেন জনপ্রিয় জুটি তৃণা সাহা এবং নীল ভট্টাচার্য! যা দেখার পর তাদের ভালোবাসায় ভরিয়ে তুলেছেন নেটিজেনরা। টেলিভিশন ইন্ডাস্ট্রির এই জুটিকে সকলেই চিনে থাকবেন। নীলকে আমরা দেখেছি জনপ্রিয় ধারাবাহিক ‘কৃষ্ণকলি’তে। বর্তমানে তিনি অভিনয় করছেন ‘বাংলা মিডিয়াম’ ধারাবাহিকে।

Advertisements

অন্যদিকে তৃণাকে আমরা দেখেছি ‘খোকাবাবু’ থেকে শুরু করে ‘খড়কুটো’, ‘বালিঝড়’ প্রভৃতি ধারাবাহিকে। কিছুদিন আগেই শেষ হয়েছে তার ধারাবাহিক। শোনা যাচ্ছে ‘এক্কাদোক্কা’ ধারাবাহিকে পার্শ্বচরিত্রে অভিনয় করবেন তিনি। এসবের মাঝেই শোনা গিয়েছিল খুব শীঘ্রই নাকি বিচ্ছেদের পথে হাঁটবেন এই জুটি।

Advertisements

কারণ, নিজের জন্মদিন শ্যুটিং সেটেই পালন করেছিলেন তৃণা। অন্যদিকে নীল একাই ‘পাঠান’ সিনেমা দেখতে পৌঁছে গিয়েছিলেন প্রেক্ষাগৃহে। তাদের এই একা একা সময় কাটানো দেখে দর্শকেরা মনে করেছিলেন হয়তো তাদের সম্পর্ক খুব একটা ভালো যাচ্ছে না। তবে সেসব জল্পনা উড়িয়ে দিয়ে তারা জানিয়েছেন একসঙ্গে ভালোই রয়েছেন দু’জনে।

এরই মাঝে এবার নতুন সদস্যের আগমনবার্তা দিয়েছেন তারা। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন একটি ছবি। যেখানে দেখা যাচ্ছে সেই নতুন সদস্যকে কোলে নিয়ে দাঁড়িয়ে রয়েছেন তৃণা, সাথে রয়েছে নীল। তবে সেই নতুন সদস্য আর কেউ নয় বরং এক সারমেয়। যাকে কোলে নিয়ে হাসিমুখে পোজ দিয়েছেন তারা। এই ছবি দেখার পর ভালোবাসায় ভরিয়ে তুলেছেন অনুরাগীরা।

Related Articles