Rachna Banerjee: ‘Didi No1’ ছেড়ে প্রকৃতির কোলে ধরা দিলেন এভারগ্রীন রচনা!

Advertisement

Rachna Banerjee : টলিউডের অন্যতম জনপ্রিয় অভিনেত্রী হলেন রচনা ব্যানার্জী (Rachna Banerjee)। তিনি বর্তমানে ছবিতে অভিনয় না করলেও সকলের কাছে পরিচিত একটি গেম শো-এর সঞ্চালিকা হওয়ার কারণে। আজ দশ বছর ধরে তিনি এই গেম শো-টি সঞ্চালনা করছেন। অনেকেই ‘দিদি নং ওয়ান’ গেম শো-তে সঞ্চালিকা হয়ে এলেও রচনা ব্যানার্জীর মতন কেউ জমিয়ে তুলতে পারেন না শো। রচনা সকল প্রতিযোগীদের সঙ্গে সহজেই মিশে যেতে পারেন।

Advertisements

তার হাসি, কথা বলার ভঙ্গি মন কাড়ে সবার। তাই ‘দিদি নং ওয়ান’ গেম শো-তে সঞ্চালিকা হওয়ার জন্য তিনিও ঘরে ঘরে ‘দিদি’ নামে পরিচিত হয়ে গিয়েছেন। তিনি তার কেরিয়ার শুরু করেছিলেন ওড়িশা ছবির মধ্যে দিয়ে। তবে তিনি দক্ষিণের বেশ কিছু ছবিতেও অভিনয় করেন। এছাড়া বাংলায় প্রচুর ছবিতে তিনি অভিনয় করেছেন। তার পছন্দের হিরো প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের সঙ্গেও তাকে একাধিক ছবিতে কাজ করতে দেখা গিয়েছে।

Advertisements

টলিউড ও বলিউড সকল জায়গাতেই অভিনয় করেছেন তিনি। এছাড়া ওড়িয়া ও দক্ষিণী ছবিতেও তার অভিনয় দেখা গিয়েছে। এর পাশাপাশি সোশ্যাল মিডিয়ায় বেশ সক্রিয় অভিনেত্রী। নিজের মতন করে জীবন কাটাতে ভালোবাসেন তিনি। সবকিছু সামলে নিজেকে সময় দিতে ভোলেন না তিনি। মাঝেমধ্যে ঘুরতে বেরিয়ে পড়েন এখানে ওখানে।

সম্প্রতি কলকাতায় গরমের দাবদাহ থেকে পালিয়ে প্রকৃতির স্বাদ নিতে হাজির হলেন তিনি। রচনার ঘুরতে যাওয়ার তালিকায় দেশ ছাড়া বিদেশের একাধিক জায়গা থাকে। ইতিমধ্যে তিনি রাশিয়া, ইউরোপ, দুবাই ঘুরে এসেছেন। এবার বিদেশ নয়, দেশেই রইলেন তিনি। ব্যস্ত জীবনের ফাঁকে ছুটি মিলতেই বন্ধুদের সঙ্গে ঘুরতে গেলেন তিনি।

সম্প্রতি তার সোশ্যাল হ্যান্ডেলে দেখা গিয়েছে বন্ধুদের সঙ্গে পাহাড়ি অঞ্চলে ছুটি কাটাতে হাজির হয়েছেন অভিনেত্রী। ছবিতে তাকে দেখা গিয়েছে জিন্স ও টপে। একগুচ্ছ ছবি পোস্ট করে ক্যাপশনে তিনি লিখেছেন, “আমার গাংয়ের সঙ্গে উত্তরাখণ্ড ভ্রমণে, ভ্যাকেশন মোড অন”।

Related Articles