বিনোদনভাইরাল ভিডিও

নাচের ন জানে না, সে আবার বিচারক! হট প্যান্টে শুভশ্রীর লাফালাফি দেখে ধুয়ে দিলেন নেটিজেনরা

এবার ‘টাম টাম’ ট্রেন্ডে মেতে উঠে তুমুল কটাক্ষের সম্মুখীন হলেন টলিউড অভিনেত্রী শুভশ্রী গাঙ্গুলী! তারকাদের নিয়ে ট্রোল কোনো নতুন বিষয় নয়। তাদের করা কোনো কিছু পছন্দ না হলে ট্রোলিংয়ের বন্যা বয়ে যায় সোশ্যাল মিডিয়ায়। যে তালিকার শীর্ষে রয়েছেন শুভশ্রী। তার হাসি থেকে শুরু করে পোশাক পরা, এমনকি ভুলভাল ইংরেজির কারণেও ট্রোলিংয়ের শিকার হয়েছেন তিনি।

সম্প্রতি সেরকমই এবার নেচে কটাক্ষের শিকার হতে হয়েছে এই অভিনেত্রীকে। বর্তমানে সোশ্যাল মিডিয়ায় ট্রেন্ডে রয়েছে ‘টাম টাম’ গানের হুক স্টেপ। সাধারণ মানুষ থেকে শুরু করে সেলিব্রিটি প্রত্যেকেই এই গানে নেচে ভিডিও তৈরি করেছেন। সম্প্রতি তাতেই গা ভাসিয়েছিলেন শুভশ্রী। আর তাকে সঙ্গ দিয়েছেন তার দিদি দেবশ্রী, ইউভান এবং অন্য দুই মহিলা।

ভিডিওটিতে দেখা যাচ্ছে শুভশ্রীর পরনে রয়েছে কালো টি-শার্ট এবং ডেনিম হট প্যান্ট। আর তার দিদির পরনে রয়েছে সাদা-কালো স্ট্রাইপের শর্ট ড্রেস। তবে এই নাচের মধ্যে সকলের নজর কেড়েছে ইউভান। তাকে দেখে প্রশংসায় পঞ্চমুখ নেটিজেনরা। তবে শুভশ্রীর নাচ দেখে যে মোটেই খুশি হননি নেটিজেনরা, তা বোঝা গিয়েছে নানান সব কমেন্ট দেখেই।

কেউ একজন লিখেছেন, ‘নিজেই নাচতে জানে না আবার ডিবিডি’র বিচারক হয়েছে।’ অনেকের মতে দেবশ্রী নাকি তার থেকে ভালো নেচেছেন। শুধু তাই নয় কেউ কেউ আবার শুভশ্রীকে বলেছেন, ‘হট প্যান্ট আর একটু ছোট হলে ভালো হতো।’ এমনকি দেবশ্রীকে অনেকে ‘হাতি’ বলেও কটাক্ষ করেছেন। যদিও এসবের পাশাপাশি তাদের পাশে দাঁড়িয়েছেন অনেকে।