পরনে ঝলমলে লেহেঙ্গা, গা ভর্তি গয়না, তবে কি চুপিসারে বিয়ে সারলেন অভিনেত্রী রুকমা?

Advertisement

পরনে ঝলমলে লেহেঙ্গা, গা ভর্তি গয়না! লাস্যময়ী ভঙ্গিমায় ধরা দিলেন জনপ্রিয় অভিনেত্রী রুকমা রায়। প্রথম দেখায় সকলেই মনে করেছিলেন তাহলে কি গোপনে বিয়ে করলেন অভিনেত্রী? না না আসল বিষয়টি অন্য। কারণ, ঈদ উপলক্ষ্যে এই সাজে সেজে উঠেছিলেন তিনি। যে ছবি ভাগ করে নিয়েছেন সকলের সাথে। রুকমা নামটির সাথে কমবেশি সকলেই পরিচিত।

Advertisements

ইতিমধ্যেই একাধিক ধারাবাহিকে কাজ করেছেন তিনি। যে তালিকায় রয়েছে ‘কিরণমালা’, ‘বাঘ বন্দীর খেলা’, ‘দেশের মাটি’ ‘খড়কুটো’, ‘লালকুঠি’। প্রত্যেক ধারাবাহিকে চরিত্র অনুযায়ী নিজের অভিনয়ের দক্ষতা দেখিয়েছেন। অন্যদিকে ওয়েবসিরিজেও কাজ করেছেন তিনি। এসবের পাশাপাশি সোশ্যাল মিডিয়াতে বেশ ভালোরকম সক্রিয় থাকেন এই অভিনেত্রী।

Advertisements

যেখানে নিত্যদিন নিজের নানান সাজের ছবি ও ভিডিও ভাগ করে নেন। সম্প্রতি সেরকমই ঈদ উপলক্ষ্যে তাকে দেখা গিয়েছে একটি ছবিতে। যা দেখার পর অনেকেই মনে করেছিলেন হয়তো তার বিয়ের অনুষ্ঠান। কিন্তু ক্যাপশন দেখে পরে বিষয়টি স্পষ্ট হয়। ছবিতে দেখা যায় একটি জমকালো লেহেঙ্গা-চোলি পরে রয়েছেন তিনি। সাথে রয়েছে স্টোনওয়ার্ক করা অলংকার।

 

View this post on Instagram

 

A post shared by Rooqma Ray (@rayrooqma)

তার চাহনি যেন নজর করেছে সকলের। ক্যাপশনে তিনি ঈদ এবং অক্ষয় তৃতীয়ার শুভেচ্ছা জানিয়েছেন। এই ছবি দেখার পর প্রশংসায় ভরিয়ে তুলেছেন নেটিজেনরা। তবে শুধু এই ছবিই নয়, মাঝেমধ্যেই এরকম ছবি তিনি ভাগ করে নেন সকলের সাথে। উল্লেখযোগ্য, একসময় তার নাম জড়িয়ে ছিল সহ-অভিনেতা রাহুলের সাথে। যদিও তারা স্পষ্ট করে জানিয়েছিলেন তারা শুধুমাত্র ভালো বন্ধু।

Related Articles