এক বিছানায় একসঙ্গে সাতজনকে নিয়ে একি করছেন এনা, অভিনেত্রীর কান্ড দেখে হাঁ সকলে

অভিনেত্রী, প্রযোজকের পর এবার মায়ের ভূমিকায় দেখা গেল এনা সাহাকে! তাও আবার একজন নয় সাত জনের মা হিসেবে। যা দেখার পর রীতিমতো অবাক হয়ে গিয়েছেন সকলে। টলিউড ইন্ডাস্ট্রিতে অভিনেত্রী হিসেবেই কেরিয়ার শুরু করেছিলেন তিনি। তবে ধীরে ধীরে অভিনয়ের পাশাপাশি প্রযোজনাতে হাত দিয়েছেন। ইতিমধ্যেই তিনি বেশ কয়েকটি সিনেমা প্রযোজনা করেছেন।
যে তালিকায় রয়েছে, ‘এসওএস কলকাতা’ ‘চীনেবাদাম’ ইত্যাদি। বর্তমানে টলিউডের কনিষ্ঠতম প্রযোজক হলেন তিনি। এছাড়াও খুব শীঘ্রই মুক্তি পাবে তার পরবর্তী সিনেমা ‘মাস্টারমশাই আপনি কিছু দেখেননি’। অন্যদিকে সোশ্যাল মিডিয়াতেও বেশ সক্রিয় এনা। যেখানে বিভিন্ন সময় বিভিন্ন বোল্ড ছবি ভাগ করে নেন তিনি। যদিও শারীরিক চেহারার কারণে কটাক্ষ শুনতে হয় তাকে।
তবে সম্প্রতি এবার মায়ের ভূমিকায় দেখা গেল তাকে। ইনস্টাগ্রামে একটি ভিডিও পোস্ট করেছেন তিনি। যেখানে দেখা যাচ্ছে বিছানায় সাতটি বাচ্চাকে সামলাচ্ছেন এই অভিনেত্রী। তবে তারা কেউ মানবশিশু নয় বরং সারমেয়। আলাদা আলাদা প্রজাতির সারমেয়দের একা হাতে সামলাচ্ছেন তিনি। এমনকি আলাদা করে সকলের নাম চিনিয়ে দিয়েছেন।
একইসাথে তিনি জানিয়েছেন ভবিষ্যতে আরো দুটি বাচ্চাকে তিনি বাড়িতে আনবেন। ভিডিওটি পোস্ট করে তিনি লিখেছেন, ‘আমার ছেলেদের সাথে আপনাদের পরিচয় করিয়ে দিই। ওদের জন্যই আমার জীবনে এতো শান্তি, ভালোবাসা, স্বপ্ন, আশা, বিশ্বাস।’ এই আদুরে ভিডিও দেখার পর প্রশংসায় পঞ্চমুখ হয়েছেন নেটিজেনরা। সকলেই তাদের কুশলতা কামনা করেছেন।