বিনোদন

শ্যুটিং সেটে গুরুতর আহত হলেন সুপারস্টার দেব, উদ্বিগ্ন ভক্তরা

টলিউড অভিনেতা দেব (Dev) বর্তমানে ‘বাঘাযতীন’ ছবির জন্য অভিনয় করছেন। এবার অভিনয় করতে গিয়ে চোট পেলেন দেব। আর সেই কারণে তাকে চোখে বেঁধে রাখতে হয়েছে ব্যান্ডেজ। আর এই অবস্থাতেই দোল খেলার ছবি সোশ্যাল হ্যান্ডেলে পোস্ট করেন তিনি।

তার চোখে বাঁধা ব্যান্ডেজ দেখে তার অনুগামীরা সকলেই চিন্তিত হয়ে পড়েন।’বাঘাযতীন’-এর শ্যুটিং করার জন্য ওড়িশা পাড়ি দেন দেব। সেখান দোল খেলার সময়েও ছিলেন তিনি। তাই দোলের ছবি তিনি ওড়িশা থেকেই পোস্ট করেন। তবে সেই ছবিতে তার চোখে দেখা গিয়েছে ব্যান্ডেজ।

হাসি মুখে ক্যামেরার সামনে তাকে দেখা গিয়েছে। কিন্তু কীভাবে এই চোট লাগল! এই বিষয়ে জানা গিয়েছে, ‘বাঘাযতীন’ ছবির অ্যাকশন দৃশ্য করতে গিয়ে এই চোট লাগে। এর ফলে বাম চোখে চোট পান অভিনেতা। ডাক্তারের নির্দেশে চোখে ব্যান্ডেজ বেঁধে রেখেছেন তিনি। তবে ছবিতে দেবকে হাসি মুখে দেখে অনেকেই স্বস্তি পেয়েছেন।

আগামী স্বাধীনতা দিবসে মুক্তি পেতে চলেছে বাঙালির এক বীর-এর জীবনী অবলম্বনে তৈরি ছবি ‘বাঘাযতীন’। ছবিটি পরিচালনা করছেন পরিচালক অরুন রায়। এই ছবির জন্য বর্তমানে শ্যুটিং চলছে, আর সেখানেই বাঁধে বিপত্তি।