ছবিতে থাকা এই বৃদ্ধ বর্তমানে টলিউডের নামকরা সুপারস্টার, চিনতে পারছেন অভিনেতাকে?
বৃদ্ধ চেহারার পেছনে লুকিয়ে রয়েছে টলিউডের অতি বিখ্যাত হ্যান্ডসাম নায়ক। সবই মেকাপের কামাল! বর্তমানে প্রস্থেটিক মেকআপ সম্পর্কে অনেকেই অবগত। এই মেকাপের সাহায্যে যেকোনো লুক তৈরি করা সম্ভব। এর আগেও এই মেকআপ ব্যবহার করে বহু নিত্যনতুন লুক সামনে এসেছে। তবে সম্প্রতি এই মেকআপ ব্যবহার করে সামনে এলো একটি ছবি। আর সেই ছবিতে টলিউডের জনপ্রিয় অভিনেতা আবির চট্টোপাধ্যায়কে দেখা গেল বৃদ্ধরূপে।
সম্প্রতি আবীর চট্টোপাধ্যায় তার সোশ্যাল মিডিয়া হ্যান্ডেল থেকে একটি ছবি শেয়ার করেছেন, যেখানে তাকে দেখা গেছে এক বৃদ্ধের চেহারায়। কিন্তু সেই ছবি দেখে তাকে চেনা দায়। এতটাই নিখুঁত হাতের কাজ মেকআপ আর্টিস্টের যে তার ফলে হ্যান্ডসাম অভিনেতা পরিণত হয়েছেন এক বৃদ্ধে। আবীর চট্টোপাধ্যায়কে এই লুক দিয়েছেন বিখ্যাত মেকআপ আর্টিস্ট সোমনাথ কুন্ডু। শেয়ার করা ছবিটিতে তার বৃদ্ধ আবীরের সঙ্গে সঙ্গে তার পাশে তার মেকআপ আর্টিস্ট সোমনাথ কুন্ডুকেও দেখা গেছে।
ছবিটি শেয়ার করে আবির চট্টোপাধ্যায় তার ক্যাপশনে লিখেছেন, “সেই জাদুকরের সঙ্গে, যিনি মায়াকুমারীর ছবিতে কাননকুমার এবং আহিরের আলাদা লুক তৈরি করেছেন। উল্লাস সোমনাথ দা। আবীরকে এই নব রূপে দেখে রীতিমতো অবাক নেটিজেনেরা। সেই ছবি সোশ্যাল মিডিয়ায় আসার সাথে সাথে মুহূর্তের মধ্যে ভাইরাল হয়ে পড়েছে। তবে তার এই নব রূপ তার নতুন সিনেমার জন্য সে কথা আর বলার অপেক্ষা রাখেনা।পর্দায় মায়াকুমারী এবং কাননকুমারের জুটি বেশ জনপ্রিয় ছিল। কিন্তু তাছাড়াও পর্দার বাইরে তাদের মধ্যে একটি সম্পর্ক গড়ে উঠেছিল।
কিন্তু সমাজের কাছে তাদের সেই সম্পর্ক স্বীকৃত ছিল না। সেই সময় মায়াকুমারী শীতল ভট্টাচার্য স্ত্রী ছিলেন। পরবর্তীতে মায়াকুমারী অভিনয় ছেড়ে সংসারে মন দেন। কিন্তু তার আকস্মিক মৃত্যু আজও উত্তর খুঁজে বেড়াই। তার সম্পর্কের টানাপোড়নের নানা গল্প উঠে আসতে চলেছে ছবির পর্দায়। সকলেই অধীর আগ্রহে অপেক্ষা করছেন নতুন ছবিটির জন্য এবং আবীর চট্টোপাধ্যায়কে এক নব রূপে দেখবার জন্য।