Tiyasha Roy: সুদীপার রান্নাঘরে রাজত্ব করতে আসছে ‘কৃষ্ণকলি’র শ্যামা, নতুন ভূমিকায় দর্শকদের মনোরঞ্জন করতে আসছে তিয়াসা রায়
দীর্ঘ এক দশকের বেশি সময় ধরে জি বাংলা রান্নাঘরের শো সঞ্চালনার দায়িত্ব সুনিপুণভাবে পালন করে আসছিলেন সুদীপা। তবে এইবার ঘটতে চলেছে ভোলবদল। “রান্নাঘরের রানী” সুদিপাকে সরিয়ে তার স্থান দখল করতে চলেছেন আমাদের সকলের প্রিয় কৃষ্ণকলি ধারাবাহিকের শ্যামা ওরফে তিয়াসা রায়। কি অবাক হচ্ছেন তো? বাস্তবেই ঘটতে চলেছে এই ঘটনা।
সম্প্রতি সংবাদ মাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে খুব শীঘ্রই নতুন সেটে নতুন অবতারে দর্শকদের সামনে আসার আভাস দিয়েছেন তিয়াসা রায়। অভিনেত্রীর বয়ানে, “আমি কখনোই সুদীপাদির মত হতে পারব না। আমি আমার মতো করে চেষ্টা করেছি।” তবে হঠাৎ করেই কেন হল এই পালাবদল? আদতে বর্তমানে করোনা আক্রান্ত হয়ে শয্যাশায়ী সুদীপা। তাই তার অসুস্থতার সময়কালে রান্নাঘর সঞ্চালনার দায়িত্ব কাঁধে নিয়েছেন অভিনেত্রী তিয়াসা রায়।
তবে সঞ্চালিকা তিয়াসার রান্নাঘরে আমন্ত্রিত অতিথিরা রেসিপি রান্না করে শেখাবেন না বরং উত্তর এবং দক্ষিণ কলকাতার নানা স্বাদে ভরা পঞ্চব্যঞ্জন রান্নার পদ্ধতি শিখবেন। 12 দিন শুটিং হওয়ার কথা থাকলেও ইতিমধ্যেই 8 দিনের শুটিং সারা হয়ে গিয়েছে। আর শুটিং সেট এর অভিজ্ঞতা সম্পর্কে অভিনেত্রী এ দিন জানান নতুন রকমের রান্না শিখতে পারা, অভিনব সংলাপ এবং কথা বলার ধরণ সবকিছু মিলিয়ে অনবদ্য এক অভিজ্ঞতার সম্মুখীন হয়েছেন অভিনেত্রী।
তবে তিয়াসার পাশাপাশি সুদীপাও এই রদবদলের প্রতিক্রিয়া জানিয়েছেন বৈকি। তার এই অবসর যাপনকে কিছুটা মজার ছলে প্রেম-বিরহের সম্পর্কের সাথে তুলনা করে অভিনেত্রী জানিয়েছেন প্রেমে যেমন মিলন থাকে তেমনই থাকে বিরহ। আর দর্শকরা তাকে দেখতে না পেয়ে যখনই বিরহে ক্লান্ত হয়ে পড়বেন সেই সময়ে তাদের মন জোগাতে টিভির পর্দায় হাজির হবেন সুদীপা। সাথে নতুন সঞ্চালিকা তিয়াসাকে কৃতজ্ঞতা জানিয়ে অভিনেত্রী বলেন বর্তমানে তার শরীর দুর্বল হওয়ার কারণে শুটিং সেটে ফিরতে পারছেন না তিনি। এক্সট্রা শুট করা না থাকায় বর্তমানে তিয়াশাই তার আশা ভরসা!