শাড়ি ছেড়ে হট পোশাকে কোমর দোলালেন অভিনেত্রী তিয়াসা, দেখে মুগ্ধ ভক্তরা (ভিডিও)

সম্প্রতি এবার ক্রপ টপ এবং স্কার্ট পরে হিন্দি গানে নাচতে দেখা গেলো ‘বাংলা মিডিয়াম’এর শিক্ষিকা ইন্দিরাকে। কি অবাক হলেন তো? ভাবছেন কোন শিক্ষিকার কথা বলা হচ্ছে? আসলে আজ আমরা কথা বলছি ‘বাংলা মিডিয়াম’ ধারাবাহিকের ইন্দিরা অর্থাৎ তিয়াসা লেপচার সম্পর্কে। এই অভিনেত্রী সম্পর্কে কমবেশি সকলেই জানেন।
কারণ, ‘কৃষ্ণকলি’ ধারাবাহিকের মাধ্যমে তুমুল জনপ্রিয়তা অর্জন করেছিলেন তিনি। প্রথম ধারাবাহিকেই রীতিমতো বাজিমাত করেন এই অভিনেত্রী। যেখানে মূলত শ্যামবর্ণা মেয়ের কাহিনী ফুটে উঠেছিল। আর তার বিপরীতে অভিনয় করেছিলেন নীল ভট্টাচার্য। এরপর তাদের দেখা যায় ‘বাংলা মিডিয়াম’ ধারাবাহিকে।
যেখানে তিয়াসা একজন শিক্ষিকার ভূমিকায় অভিনয় করছেন। বর্তমানে কাজ নিয়ে বেজায় ব্যস্ত তিনি। তবে এসবের পাশাপাশি নিজের জন্য সময় রাখতেও ভোলেন না অভিনেত্রী। সোশ্যাল মিডিয়াতে যার ঝলক আমরা দেখতে পাই বিভিন্ন সময়। যেখানে মূলত বিভিন্ন ছবি ও রিল ভিডিও ভাগ করে নেন তিনি। সেরকমই সম্প্রতি একটি রিল ভিডিও পোস্ট করেছেন তিয়াসা।
যেখানে দেখা যাচ্ছে একটি নীল রঙের ফুলহাতা টপ এবং স্কার্ট পরে হিন্দি গানের সাথে নাচছেন তিনি। পাশাপাশি ক্যাপশনে লিখেছেন, ‘আমি আমার ভাইবস নিজেই ডিসাইড করি।’ পোস্ট করতেই নিমেষে ভাইরাল সেই ভিডিও। পাশাপাশি সেখানে বিভিন্ন মন্তব্যে ভরিয়ে তুলেছেন অনুরাগীরা। নিন আপনিও দেখে নিন তার নাচের সেই ভিডিও।