বিনোদনভাইরাল ভিডিও

ডিভোর্সের এতদিন পর প্রকাশ্যে মনের কথা খুলে বললেন ‘কৃষ্ণকলি’ তিয়াসা! ভাইরাল ভিডিও

কেরিয়ার বাদ দিয়ে এবার জীবন নিয়ে কথা বলতে শোনা গেল জনপ্রিয় টেলিভিশন অভিনেত্রী তিয়াসা লেপচা’কে। বিগত বেশ কয়েক বছর ধরে আলোচনার শীর্ষে রয়েছেন তিনি। যার নেপথ্যে রয়েছে তার ব্যক্তিগত জীবন। কারণ, স্বামী সুবান রায়ের সাথে বিবাহবিচ্ছেদের পাশাপাশি কামারহাটির বিধায়ক মদন মিত্রের সাথে নতুন সম্পর্ক নিয়ে সমালোচনায় ছিলেন তিনি।

এই বিষয়ে তিনি জানিয়েছেন এক সময় তার মরে যাওয়ার ইচ্ছা হয়েছিল। কিন্তু কীভাবে নিজে ঘুরে দাঁড়িয়েছেন সেই কথাই শোনা গেল একটি ইনস্টাগ্রাম রিল ভিডিওতে। ইনস্টাগ্রাম প্রোফাইলে শেয়ার করা একটি ভিডিওতে তাকে বলতে শোনা গিয়েছে, ‘কাউকে খুব বেশী অবহেলা করা উচিত নয়। তাহলে সে আপনার মান ভাঙানোর পরিবর্তে একা বাঁচতে শিখে যাবে।’

ভিডিওটিতে দেখা যাচ্ছে তার পরনে রয়েছে একটি অফ হোয়াইট রঙের ড্রেস। হালকা মেকআপ করে চুল খুলে রেখেছিলেন তিনি। ভিডিওটি শেয়ার করে ক্যাপশনে লিখেছেন, ‘গুড ভাইবস’। সাথে জুড়ে দিয়েছেন বেশ কয়েকটি রামধনুর ইমোজি। ভিডিওটি পোস্ট করা মাত্রই সেখানে নানান মন্তব্য করেছেন অনুরাগীরা। সকলেই তার এই ভিডিওটি বেশ পছন্দ করেছেন।

আসলে শোনা যায় তিয়াসা নিজের বিয়েটাকে বাঁচানোর জন্য বেশ চেষ্টা করেছিলেন। তবে শেষমেশ বিচ্ছেদের পথেই হাঁটতে হয় তাদের। উল্লেখযোগ্য, স্বামী সুবান রায়ের হাত ধরেই অভিনয় জগতে প্রবেশ করেছিলেন তিনি। ‘কৃষ্ণকলি’ ধারাবাহিকের শ্যামা চরিত্রে বেশ জনপ্রিয়তা লাভ করেছিলেন এই অভিনেত্রী। বর্তমানে তিনি অভিনয় করছেন ‘বাংলা মিডিয়াম’ ধারাবাহিকে।