‘জলহস্তী’, ‘সাদা হাতি’, ‘মোটাশ্রী’, তীব্র অপমানের যোগ্য জবাব দিলেন টলিউডের প্লাস ফিগার অভিনেত্রীরা

আমাদের সমাজে মহিলাদের ত্বক ফর্সা এবং চেহারা ছিপচিপে হলেই তাকে সুন্দরীর তকমা দেওয়া হয়। আর যারা এই বিষয়গুলির বিপরীতে রয়েছেন তাদের সুন্দরীর তালিকায় ধরা হয় না। বিশেষ করে অভিনেত্রীদের ক্ষেত্রে এই বিষয়টি বেশি করে প্রযোজ্য। সকলের ধারণা অভিনেত্রী মানেই তাদের ছিপছিপে চেহারা এবং ফর্সা ত্বকের হওয়া জরুরী।
তবে এই ধারণাকে চ্যালেঞ্জ করে অভিনয় জগতের সাথে যুক্ত রয়েছেন তিন অভিনেত্রী। যারা হলেন দেবশ্রী গাঙ্গুলী, সঙ্ঘশ্রী সিনহা, অরিজিতা মুখোপাধ্যায়। এই বিষয়ে তাদের অভিজ্ঞতার কথা ভাগ করে নিয়েছেন তারা। দেবশ্রী গাঙ্গুলী অভিনেত্রী শুভশ্রী গাঙ্গুলীর দিদি। একবার তাকে ‘সাদা হাতি’ বলে কটাক্ষ করা হয়েছিল।
যার উত্তরে তিনি বলেছিলেন, ‘এখন যদি উনি ভিডিওটি দেখেন তাহলে উনি দেখতে পাবেন উনি ওই জীবনটাই কাটাচ্ছেন। আমি কিন্তু নিজের জীবনে অনেকটাই এগিয়ে গিয়েছি।’ অরিজিতা মুখোপাধ্যায় জানিয়েছেন, ‘মোটা মানেই কি সে বেশি খাবার খায়? আর খেলেও আপনার খাবার তো খাচ্ছে না।’ এছাড়াও সঙ্ঘশ্রী সিনহা জানিয়েছেন তারা স্থূলতাকে সাপোর্ট করছেন না।
আসলে সবকিছুই নন্দিতা রায় এবং শিবপ্রসাদ মুখোপাধ্যায়ের আগামী সিনেমার প্রচারে করা। খুব শীঘ্রই অরিত্র মুখোপাধ্যায় পরিচালিত ‘ফাটাফাটি’ সিনেমায় সমাজের এই বিষয়টিকেই তুলে ধরা হবে। যেখানে একজন মোটা মহিলার চরিত্রে অভিনয় করছেন ঋতাভরী চক্রবর্তী। জানা গিয়েছে, এই চরিত্রে অভিনয় করার জন্য ২৫ কেজি ওজন বাড়িয়েছেন তিনি। অন্যদিকে তার স্বামীর চরিত্রে দেখা যাবে আবীর চট্টোপাধ্যায়কে।