বিনোদন

নুসরাতের সঙ্গে সম্পর্কটা একান্তই ব্যক্তিগত, গোপন সম্পর্কের আসল রহস্য ফাঁস করলেন Yash

Advertisement
Advertisement

টলিপাড়ার সেলেবদের মন কখন যে কার দিকে যায় তা বোঝা বেশ দেয়। এখন সবথেকে চর্চিত বিষয় যশ নুসরতের সম্পর্কটা বর্তমানে ঠিক কোন জায়গায়। পর্দার অন্যতম হিট জুটি যশ-নুসরত। তবে পর্দার বাইরেও নাকি এখন পাওয়ার কাপল যশ-নুসরত। অনস্ক্রিন জুটির অফস্ক্রিন প্রেমের গুঞ্জন ক্রমেই দানা বাঁধছে টলিপাড়ায়। গুঞ্জনের মাঝেই এবার মুখ খুললেন যশ।

২০১৭ সালে ওয়ান ছবিতে যশের নায়িকা ছিলেন নুসরত। গত বছরের পুজোয় মুক্তিপ্রাপ্ত ছবি ‘SOS কলকাতা’তেও একসঙ্গে কাজ করেছেন যশ-নুসরত। কানাঘুষো শোনা যাচ্ছে এই ছবির শ্যুটিং চলাকালীনই নাকি বন্ধুত্ব গভীর হয় যশরত জুটির। যদিও সে কথা প্রকাশ্যে যশ নুসরত স্বীকার না করলেও কিছুদিন আগেই সেই জল্পনা আরও গাঢ় হয়েছে তাদের সোশ্যাল মিডিয়ায় ছবি দেখে। সম্প্রতি রাজস্থানে ছুটি কাটাতে যান নুসরত। অন্যদিকে একই সময় যশের সোশ্যাল মিডিয়ার দেওয়ালেও লক্ষ্য করা যায় মরুভূমি এলাকাতেই রোড ট্রিপের ছবি।

অনুরাগীদের বুঝতে অসুবিধা থাকেনা রাজস্থানেই ছিলেন যশরত। আর তারপরেই সব জল্পনার অবসান ঘটিয়ে একসঙ্গে আজমের শরিফ দরগায় নিজস্বী পোস্ট করতে দেখা যায় যশ-নুসরতকে। আর এরপর থেকেই প্রশ্ন উঠতে থাকে তবে কি নিখিলকে ছেড়ে যশে মন মজেছে নুসরতের। অবশেষে জল্পনার অবসান ঘটালেন খোদ যশ। এক সাক্ষাৎকারে যশ জানান, আগে থেকেই তার রাজস্থান যাওয়ার প্ল্যান ছিল। গতবছর সম্ভব হয়নি বলে এই বছর পাড়ি দেন। অভিনেতা জানান, তিনি নববর্ষের সময় থেকে ৫ জানুয়ারী পর্যন্ত রাজস্থানে কাটিয়েছেন। এরপরেই নুসরতের রাজনৈতিক ভাবমূর্তি নষ্ট করার জন্যই কি অপপ্রচার হচ্ছে কিনা এই প্রশ্ন করা হলে যশ জানান, তিনি রাজনীতির মধ্যে না থাকলেও ইন্ডাস্ট্রির রাজনীতি তিনি বেশ ভালই জানেন।

তবে, অন্যদিকে সাংসদ অভিনেত্রী নুসরত জাহানও কেনও রাজস্থানে গিয়েছিলেন সেই বিষয়ে মুখে কুলুপ কাটলেও নতুন বছরের ফ্রেশ অক্সিজেন নিতে বেরিয়ে পড়েছিলেন বলেই মনে করা হচ্ছে। নুসরতের সোশ্যাল মিডিয়া কিন্তু প্রায় সাত মাস ধরে নিখিল-হীন। অন্যদিকে নভেম্বরে দিওয়ালি উদযাপনের পর নিখিলের পোস্ট থেকেও গায়েব নুসরত। এই নিয়ে অবশ্য যশ-নুসরতের কেউই মুখ খোলেনি। নিখিল-নুসরতের সুখী জীবনে কি ধরল ফাটল তুঙ্গে জল্পনা। ২০১৯-এ ব্যবসায়ী নিখিল জৈনকে বিয়ে করেন তৃণমূল সাংসদ নুসরত।

Web Desk

We belong to that group who are addicted to journalism. Behind us, there is no big business organization to support us. Our pens do not flow under any other’s commands.

Related Articles