সাধারণ মানুষের কষ্টের টাকা মেরে ‘উধাও’ শ্রাবন্তী! উঠলো অভিনেত্রীর বিরুদ্ধে প্রতারণার অভিযোগ

এবার টাকা আত্মসাৎ করার অভিযোগ উঠলো জনপ্রিয় টলিউড অভিনেত্রী শ্রাবন্তী চ্যাটার্জির বিরুদ্ধে! সমালোচনা এবং শ্রাবন্তীর নাম যেন একে অপরের পরিপূরক হয়ে উঠেছে। এতোদিন পর্যন্ত একাধিক কারণে সমালোচনায় উঠে আসতে হয়েছে তাকে। তবে এবার যেন একটি বেশিই বাড়াবাড়ি হয়ে গেল। কারণ, তার বিরুদ্ধে অভিযোগ উঠলো জালিয়াতির।
আসুন তাহলে সম্পূর্ণ বিষয়টি খোলসা করেই বলা যাক। অভিনয়ের পাশাপাশি অন্যান্য ব্যবসা করা তারকাদের জন্য কোনো নতুন বিষয় নয়। সেরকমই ২০২০ সালে মধ্যমগ্রামের একটি মলে জিমখানা খুলেছিলেন অভিনেত্রী। যার নাম ছিল ‘দ্য ফিটনেস এম্পায়ার’। সোশ্যাল মিডিয়ায় বারবার এই বিষয়টি নিয়ে প্রচার করতে দেখা গিয়েছিল অভিনেত্রীকে।
তবে তিনি একা নন তার সাথে আরও বেশ কয়েকজন যুক্ত ছিল এই জিমখানার সাথে। তবে বর্তমান সময়ে এই জিমের খুব একটা প্রচার করতে দেখা যায় না তাকে। কারণ, সেটি হঠাৎ করেই বন্ধ হয়ে গিয়েছে। যার ফলে বিপত্তিতে পড়তে হয়েছে যারা নাম নথিভুক্ত করেছিলেন তাদের। এই জিমের বাৎসরিক প্যাকেজ মূল্য ছিল আঠারো হাজার টাকা।
এক দফায় সাড়ে সাত হাজার টাকা দিলেই নাম নথিভুক্ত করা যেত। সেই কথা মেনেই অনেকে নাম নথিভুক্ত করিয়েছেন। এমনকি সম্পূর্ণ পেমেন্টও করেছেন অনেকে। তবে হঠাৎ করে বন্ধ হয়ে যাওয়ায় টাকা খোয়া যাওয়ার ভয়ে, মধ্যমগ্রাম থানায় অভিযোগ দায়ের করেছেন বেশ কিছু নথিভুক্তকারী। যদিও এই বিষয়ে সাফাই দিয়ে অভিনেত্রী জানিয়েছেন, ‘নিশ্চয়ই কোনো কারণ ছিল তাই জিম বন্ধ হয়েছে। তবে সকলের টাকা ফেরত দিয়ে দেওয়া হবে।’