শারুখের পেছনে লাগার ফল! চাকরি গেলো আরিয়ানকে গ্রেপ্তার করা NCB আধিকারিকের

Advertisement

২০২১ সালে ২রা অক্টোবর মুম্বাইয়ের বিখ্যাত কর্ডেলিয়া ক্রুজে অভিযান চালায় এনসিবি। আর সেখানে সন্দেহজনকভাবে গ্রেফতার করা হয় বলিউড অভিনেতা শাহরুখ পুত্র আরিয়ান খানকে। এরপর হইচই পড়ে যায় গোটা দেশ জুড়ে। আরিয়ানকে গ্রেফতার করার পর আইনজীবীর মাধ্যমে তিন সপ্তাহ পর ৬ই নভেম্বর ছেলেকে বন্দীদশা থেকে মুক্ত করেন শাহরুখ। সেইসময় শাহরুখ পুত্রের বিরুদ্ধে একাধিক সমালোচনা ধেয়ে আসলেও আজ তা ম্রিয়মাণ হয়ে গিয়েছে।

Advertisements

কিন্তু তারই একটি ঘটনা সামনে এসেছে সম্প্রতি। জানা গিয়েছে, মুম্বাইয়ের বিখ্যাত ক্রুজে যে এনসিবির দল অভিযান চালায় তার সঙ্গে যুক্ত ছিলেন একজন অফিসার। এবার তারই বিরুদ্ধে নেওয়া হল বড় পদক্ষেপ। জানা যাচ্ছে, তাকে চাকরি থেকে বরখাস্ত করা হয়েছে। সেই বরখাস্ত অফিসারের নাম এসপি বিশ্ব বিজয় সিং। তিনি ২০২১ সালে ওই কর্মকাণ্ডের মধ্যে ছিলেন বলে জানা গিয়েছে।

Advertisements

আরিয়ান খান ক্লিন চিট পাওয়ার পর এনসিবি দিব্যেশকে অন্য মাদক আটকের মামলায় দুর্নীতির অভিযোগে সাসপেন্ড করে। এই মামলাটি ২০১৯ সালের। ২০২২ সালে এই মামলার স্থগিতাদেশ দেওয়া হয়। সম্প্রতি একটি প্রতিবেদনের মাধ্যমে এমন কবর সামনে আসে যেখানে বিশ্ব বিজয় সিং-কে চাকরি থেকে বরখাস্ত করা হয়। তবে শুধু তিনি নন, আরও একজনের বিরুদ্ধে এমন ব্যবস্থা নেওয়া হয়েছে।

তিনি হলেন বিশ্বনাথ তিওয়ারি। তার বিরুদ্ধে অভিযোগ ছিল ঊর্ধ্বতন কর্মকর্তা এবং বিভাগের অনুমতি ছাড়া সিঙ্গাপুরে ভ্রমণের। প্রসঙ্গত উল্লেখ্য, ২০২১ সালে মুম্বাইয়ের কর্ডেলিয়া ক্রুজে ১৯ জনকে গ্রেফতার করা হয়। তবে ঘটনাস্থল থেকে আটক করা হয় ৬ জনকে। ২৭মে, ২০২২ মামলার তদন্তের পর এনসিবি বিশেষ এনডিপিএস আদালতে কর্ডেলিয়া ক্রুজ ড্রাগস মামলায় একটি ৬,০০০ পৃষ্ঠার চার্জশিট দাখিল করে। এই চার্জশিট অনুযায়ী, এনসিবির এসআইটি শাহরুখ খানের ছেলে আরিয়ান যিনি আন্তর্জাতিক মাদক চোরাচালান সিন্ডিকেটের অংশ ছিলেন তার কোনও প্রমাণ খুঁজে পাওয়া যায়নি।

Related Articles