বিনোদন

বানের জলে ভেঙেছে ঘর, বাংলার অসহায় মহিলাকে বাড়ি তৈরি করে দেবে সোনু সুদ

রাখিপূর্ণিমার দিন এক দায়িত্বশীল ভাইয়ের মত ওই দিদিকে বাড়ি বানিয়ে দেবার প্রতিশ্রুতি দিলেন সোনু সুদ।

Advertisement
Advertisement

ফের গরীব মানুষের জন্য ভগবান রূপে হাজির হলেন সোনু সুদ। এবার জলপাইগুড়ির এক পরিব্বারকে সাহায্যের হাত বাড়িয়ে দিলেন তিনি। জলপাইগুলির বাসিন্দা এক মহিলা লকডাউনে কাজ হারিয়েছেন। তার উপর মাসখানেক আগেই তাঁর স্বামীর মৃত্যু হয়েছে। সঙ্গে আছে কোলের একটি বাচ্চা। সেই ছোট শিশুকে খাওয়ানোর সামর্থ্যটুকুও নেই। এদিকে উত্তরবঙ্গে বন্যার জন্য মাথার উপরের ছাদ ও নেই। খুব কষ্টে দিন কাটছে এই পরিবারের। আর এই দুর্দশার কথা সোশ্যাল মিডিয়াতে জানতে পেরে ভগবানের দূতের মতো সাহায্যের হাত বাড়িয়েছেন বলিউডের এই ভিলেন।

রাখিপূর্ণিমার দিন এক দায়িত্বশীল ভাইয়ের মত ওই দিদিকে বাড়ি বানিয়ে দেবার প্রতিশ্রুতি দিলেন সোনু সুদ। লকডাউনে ওই মহিলার রোজগার পুরো বন্ধ। তার ওপর উত্তরবঙ্গে প্রবল বর্ষণের জেরে মাথার ওপরের ছাদটুকুও চলে যাওয়াতে একেবারে দিশেহারা হয়ে পড়েছেন। ওই মহিলার এরকম দুর্দশার কাহিনী সোশ্যাল মিডিয়াতে লিখে পাঠান সোনাল সিং নামে এক ব্যক্তি। সঙ্গে একটি ভিডিও তিনি শেয়ার করেছেন। আর এই পোস্ট দেখে সঙ্গে সঙ্গেই টুইট করেন সোনু সুদ।

এর আগেও বহুবার তিনি মানবসেবাতে নিজেকে যুক্ত করেছেন। পরিযায়ী শ্রমিকের পাশে দাঁড়ানো থেকে শুরু করে, গরিব চাষীকে ট্রাক্টর কিনে দেওয়া, শ্রমিকদের কাজের ব্যবস্থা করে দেওয়া, পরিযায়ী শ্রমিকদের বাড়ি ফেরানোর ব্যবস্থা করেছেন। এর পাশাপাশি শিশুদের দত্তক ও তিনি নিয়েছেন। লকডাউনের পর থেকে তিনি যেভাবে দেশের দরিদ্র মানুষদের পাশে দাঁড়িয়েছেন তা এক কথায় অসামান্য কাজ। তাই বলিউডের এই ভিলেন গরিব মানুষদের জন্য ভগবান রূপে দেখা দিয়েছেন।

Related Articles