শুধু তথাগত নয়, এর আগে সৃজিতের সাথেও সম্পর্ক ভেঙেছিল ঋতাভরীর!

Advertisement

টলিপাড়ার পরিচিত এক মুখ হল ঋতাভরী চক্রবর্তী (Ritabhari Chakraborty)। যাঁর ব্যক্তিগত জীবন খুবই সংকটের মধ্যে দিয়ে যাচ্ছে। দীর্ঘস্থায়ী হচ্ছে না কোনো সম্পর্কই। পূর্বে পরিচালক সৃজিত মুখোপাধ্যায়ের (Srijit Mukherjee) সাথে মাখো মাখো প্রেম থাকা সত্ত্বেও ভেঙে গিয়েছে সম্পর্ক। তবে সম্প্রতি আবারো বিয়ে ভাঙলো অভিনেত্রী ঋতাভরীর। কার সাথে বিয়ে হওয়ার কথা ছিল ঋতাভরীর? চলুন বিষয়টা সবিস্তারে জেনে নেওয়া যাক।

Advertisements

Advertisements

 

“ওগো বধূ সুন্দরী” (Ogo Bodhu Sundari) ধারাবাহিকের মাধ্যমে গ্ল্যামার জগতে পা রাখেন ঋতাভরী। ইতিমধ্যে বলিউডেও কাজ করে ফেলেছেন ঋতাভরী (Ritabhari)। তবে সম্প্রতি ব্যক্তিগত জীবন নিয়ে খবরের শিরোনামে উঠে এসেছেন এই অভিনেত্রী। নিজেই প্রকাশ্যে এনেছিলেন তাঁর নতুন সম্পর্কের কথা। তবে সম্প্রতি নিজেই জানালেন সেই সম্পর্ক ভাঙার কথা।

সূত্রের খবর জানা গিয়েছে, টলিপাড়ার চর্চিত লাভ স্টোরিগুলির মধ্যে এক অন্যতম লাভ স্টোরি হল সৃজিত-ঋতাভরী (Srijit-Ritabhari)-র লাভ স্টোরি। তবে সেই সম্পর্ক এখন অতীত। চিকিৎসক তথাগত চ্যাটার্জি (Tathagata Chatterjee)-র সাথে নাম জড়িয়েছে ঋতাভরীর। অভিনেত্রী নিজেই সেই সম্পর্কের কথা সকলকে জানিয়েছিলেন। এমনকি চলতি বছরে আইনি মতে সেই সম্পর্ক বৈবাহিক সম্পর্কে পরিণতি হওয়ার কথা ছিল। তবে সম্প্রতি অভিনেত্রী জানিয়েছেন সেই সম্পর্ক ভেঙে গিয়েছে।

তবে এর আগে পরিচালক সৃজিতের সাথে মাখো মাখো প্রেমের সম্পর্ক ছিল ঋতাভরীর। মূলত “চতুষ্কোণ” (Chotushkone) ছবির সূত্রেই আলাপ হয় তাঁদের। তারপর অজান্তেই তাঁদের মধ্যে গড়ে ওঠে প্রেম। শুটিংয়ের ফাঁকে দুজনে ঘুরেছেন শহরের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে। এমনকি মুম্বাই থেকে কলকাতা ফেরার সময় বিমানবন্দরে ঋতাভরীকে আনতেও গিয়েছিলেন পরিচালক সৃজিত (Srijit)। ঋতাভরীর জন্মদিনের পার্টিতেও যুগলে দেখা গিয়েছে সৃজিত-ঋতাভরীকে।

তবে ঋতাভরী (Ritabhari)-র মুখে তাদের সম্পর্কের কথা জানা গেলেও এই বিষয়ে কখনোই মুখ খোলেননি সৃজিত (Srijit)। বরং সম্পর্কের প্রতি সচেতন হয়ে তাঁদের সুখের দিনগুলোকে সকলের থেকে আড়ালে রেখেছিলেন সৃজিত। তবে শেষ পর্যন্ত টেকেনি তাঁদের সম্পর্ক। প্রসঙ্গত, সৃজিতের “উমা” (Uma) ছবিতে অভিনয় করার কথা ছিল ঋতাভরীর। তবে পরবর্তীতে সেই জায়গায় আসে অন্য নায়িকা। আর সেখান থেকেই গুঞ্জন ছড়ায় সম্পর্ক ভেঙেছে সৃজিত-ঋতাভরীর। তবে পরবর্তীতে অভিনেত্রী রাফিয়াথ রশিদ মিথিলা (Rafiath Rashid Mithila)-কে বিবাহ করেন পরিচালক সৃজিত মুখার্জি (Srijit Mukherjee)।

Related Articles