সাহসী দৃশ্যে কাঁপিয়েছিলেন গোটা বলিউড, একটি ভুলেই রাতারাতি সর্বহারা হন ‘বঙ্গকন্যা’ তনুশ্রী!

বলিউডে একসময় জনপ্রিয় অভিনেত্রী ছিলেন তনুশ্রী দত্ত (Tanushree Dutta)। ইমরান হাশমির সঙ্গে তার ‘আশিক বানায়ে আপনে’ দেখেননি এমন কেউ খুঁজলেও পাওয়া যাবে না। এই সিনেমায় অভিনয় করে রাতারাতি জনপ্রিয় হয়ে ওঠেন তনুশ্রী। তনুশ্রী ছিলেন ছিপছিপে রোগা ও আকর্ষণীয় চেহারার অধিকারী। তার জনপ্রিয়তা বাড়তে বেশি সময় নেয়নি।
অভিনেত্রীরা অনেকেই পর্দায় চুম্বনের দৃশ্যে অভিনয় করতে বেগ পেতেন। অনেকেই করতে চাইতেন না সেই দৃশ্যে অভিনয়। সেখানে তনুশ্রীর কাছে এগুলি ছিল জলভাত। তিনি ঘনিষ্ঠ দৃশ্য সহ সবরকম সাহসী দৃশ্যে অভিনয় করতে প্রস্তুত ছিলেন। আর এই কারণে অভিনয়ের প্রস্তাবও আসত অনেক। একাধিক ছবি যেমন, চকোলেট, ঢোল, রিস্ক সহ একাধিক ছবিতে তিনি অভিনয় করেন।
তবে তাকে শেষ দেখা গিয়েছিল ‘অ্যাপার্টমেন্ট’ ছবিতে। তনুশ্রী এরপর ‘#মিটু’ মুভমেন্টে জড়িয়ে পড়েন। তিনি একসময় বলিউড অভিনেতা নানা পাটেকরের বিরুদ্ধে শ্লীলতাহানির অভিযোগ আনেন। এই অভিযোগ কোর্টে পর্যন্ত গড়ায়। তবে অভিনেতা বেকসুর খালাস পান। এর পাশাপাশি তনুশ্রী আরও একাধিক অভিযোগ এনেছিলেন। কখনও তিনি বলেন, তার পানীয় জলে কেউ বিষ মিশিয়ে দিয়েছে।
আবার কখনও অভিযোগ করেন, তার বিরুদ্ধে কালা যাদু করা হচ্ছে। এমনসব একাধিক অভিযোগ তিনি আনেন বলিউড মাফিয়াদের বিরুদ্ধে। দীর্ঘ দিন দেশের বাইরে ছিলেন তিনি। কয়েকবছর আগে দেশে ফেরেন। বলিউডে কাজের সুযোগ হয়েছিল তার। তবে তিনি অভিযোগ করেন তাকে কাজ পেতে ও করতে দেওয়া হচ্ছে না।