মায়ের থেকেও দ্বিগুণ সুন্দরী মেয়ে, অলকা ইয়াগনিককের কন্যাকে দেখলে চোখ সরাতে পারবেন না

বলিউড গায়িকা অলকা ইয়াগনিককে (Alka Yagnik) চেনেন না এমন কেউ নেই। নব্বই দশক থেকে আজও তিনি বলিউডে একাধিক ছবিতে গান করে চলেছেন। তার সুরের যাদুতে সকলেই মুগ্ধ হয়ে যান। বলিউডের নতুন গায়কদের সঙ্গেও তিনি ডুয়েট গান করেন। আর সেই গান জনপ্রিয় হতে সময় নেয়না।
অলকা একজন জনপ্রিয় গায়িকার পাশাপাশি একজন দায়িত্ববান মা। ১৯৮৯ সালে অলকা ইয়াগনিক বিবাহ করেন নীরজ কাপুর নামক এক ব্যবসায়ীকে। এরপর তাদের একই বছরের ডিসেম্বর মাসে এক কন্যা সন্তান জন্ম হয়। অলকা ইয়াগনিকের স্বামী নীরজ কাপুর একজন ব্যবসায়ী হওয়ার কারণে ও অলকা একজন গায়িকা হওয়ার কারণে তারা একসঙ্গে থাকতে পারতেন না।
ব্যবসার কাজে নীরজ থাকতেন শিলং এবং অলকা থাকতেন মুম্বাইতে। মেয়ে সায়েশাকে একা হাতে মানুষ করেন অলকা। মেয়ে যেনো মায়ের প্রতিচ্ছবি। তাদের আলাদা করা অসম্ভব। ছোটো থেকে মাের সঙ্গে বড় হওয়ার কারণে মা ও মেয়ের মধ্যে ধীরে ধীরে বন্ধুত্ব গড়ে ওড়ে। প্রথমদিকে অলকা ও নীরজ দুই ভিন্ন পেশার মানুষ হওয়ায় তাদের বিয়ে নিয়ে বেশ আপত্তি ছিল দুই পরিবারের।
তবে শেষমেশ তাদের বিয়ে হয়। অপরদিকে তাদের একমাত্র সন্তান সায়েশা ধীরে ধীরে বড় হয়ে ওঠেন। বর্তমানে তিনি বিবাহিত। ৪ বছর প্রেম করার পর সায়েশা অমিত দেশাইয়ের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন। বর্তমানে তিনি সুখে সংসার করছেন।