সুপারহিট হিন্দি গানে দুর্ধর্ষ শরীরী মোচড়ে তাক লাগালেন অভিনেত্রী ঋত্বিকা, প্রশংসায় ভক্তরা
টলি পাড়ায় তারকারা রিল ভিডিও বানানোতে বেশ মত্ত। সময় ও সুযোগ হলেই রিলস্-এ মজে থাকেন তারা। তাই টলিউডে রিলস্ ভিডিওর ছড়াছড়ি। তেমনই বর্তমানে সেই তারকাদের নানান রিলস্ ভিডিও ভাইরাল হতেও দেখা যায়। বর্তমানে সামাজিক মাধ্যমকে এত সহজে হাতের মুঠোয় আনা সম্ভব হয়েছে যার ফলে আর প্রিয় তারকাদের নাগাল পেতে কষ্ট হয় না।
তেমনই টলিউডে একজন জনপ্রিয় অভিনেত্রী হলেন ঋত্বিকা সেন (Rittika Sen)। তাকে অনেকেই চেনেন। টলিউডে বেশ কিছু ছবিতে তিনি নিজের অভিনয় দেখিয়েছেন। প্রথম ‘১০০% লাভ’ ছবিতে অভিনয়ের মধ্যে দিয়ে টলিউডে প্রবেশ করেন তিনি। এরপর রাজ চক্রবর্তী পরিচালিত ‘বরবাদ’ ছবিতে বনি সেনগুপ্তের বিপরীতে অভিনয় করে জনপ্রিয় হয়ে ওঠেন।
এছাড়া একাধিক ছবিতে মুখ দেখিয়েছেন তিনি। টেলিভিশনের পর্দায় সম্প্রচারিত ধারাবাহিক ‘বউ কথা কউ’-তে শিশুশিল্পী মিলির চরিত্রে অভিনয় করেছেন তিনি। এটি বেশ জনপ্রিয় একটি ধারাবাহিক ছিল। ঋত্বিকা পর্দার পাশাপাশি সোশ্যাল মিডিয়াতেও বেশ সক্রিয়। নিজের নানান ছবি ও ভিডিও পোস্ট করতে ভোলেন না তিনি।
সম্প্রতি ‘চুনরি চুনরি’ গানে রিলস্ ভিডিও পোস্ট করলেন তিনি। তার পরনে রয়েছে গোলাপি রং-এর লেহেঙ্গা সঙ্গে মানানসই দোপাট্টা। সুন্দর করে সাজ ও উন্মুক্ত নাভিতে আকর্ষণীয় হয়ে উঠেছেন তিনি। তার এই রিলস্ ভিডিওতে মুগ্ধ হয়ে গিয়েছেন নেট দুনিয়ার মানুষ। ভিডিওটি ভাইরাল হতে সময় নেয়নি।