ইয়ে চাঁদ সা রোশন চেহেরা, লাল পরীর সাজে দুর্দান্ত নাচ ‘সিধাই’ কন্যা মিষ্টির, প্রশংসায় ভক্তরা
টেলিভিশনের পর্দায় জনপ্রিয় একটি ধারাবাহিকের নাম হল ‘মিঠাই’। এই ধারাবাহিকে মিঠাই ও সিদ্ধার্থ জুটি ইতিমধ্যে দর্শকদের বেশ পছন্দের। তবে বর্তমানে ধারাবাহিকের গল্প বদলে গিয়েছে অনেকটাই। একাধিক চরিত্রে ধারাবাহিকের সঙ্গে জুড়ে গিয়েছে। জনপ্রিয়তা কিছুটা কমলেও ফের মানুষ পছন্দ করতে শুরু করেছেন এটি।
মিঠাই-এর অনুপস্থিতির পর সকল দর্শকেরা চেয়েছিলেন ধারাবাহিকে আবার সে ফিরে আসুক। তবে সেই জায়গায় মোদক পরিবারে হাজির হয় মিঠি। মিঠাই মারা যাওয়ার পর মোদক পরিবার হয়ে যায় ছন্নছাড়া। অনেককিছু ঘটতে শুরু করে। তবে মিঠির হাত ধরে মিঠাইয়ের খুনীদের শাস্তি দেয় সিদ্ধার্থ। তবে বর্তমানে পরিবারে ফিরে এসেছে মিঠাই।
মিঠাই ফিরে আসলেও তার স্মৃতিশক্তি লোপ পেয়েছে। সে নিজের স্বামীকেও চিনতে পারছে না। বর্তমানে এই দম্পতির একটি ছেলে রয়েছে শাক্য তেমনই একটি মেয়ে রয়েছে মিষ্টি। মিষ্টির চরিত্রে অভিনয় করছে ছোট্ট শিশুশিল্পী অনুমেঘা কাহালি। পর্দার তার অভিনয় নজর কেড়েছে দর্শকদের।
ছোট্ট মেয়েটি অভিনয় দুনিয়ায় পা রাখার পাশাপাশি সোশ্যাল মিডিয়ায় বেশ সক্রিয়। তার রয়েছে ইনস্টগ্রাম অ্যাকাউন্ট। এবার সেখানে সে একটি রিলস্ ভিডিও পোস্ট করেছে। যেখানে তাকে ‘Taarif Karoon’ গানে নাচ করতে দেখা গিয়েছে। ভিডিওতে তাকে দেখা গিয়েছে লাল রঙের জামা ও পায়ে জুতো। ভিডিওটি পোস্ট করতেই কমেন্টের বন্যা বয়ে গিয়েছে। সকলেই ছোট্ট মেয়েটির নাচ প্রশংসা করেছে।