বিনোদন

মৃত্যুর সাত মাস পর পূরণ হল জীবন্ত সুশান্তের স্বপ্ন, আদরে ভাইয়ের স্মৃতিতে আবেগঘন বার্তা দিদি শ্বেতার

Advertisement
Advertisement

সুশান্ত সিং রাজপুতের মৃত্যুতে তাঁর ভক্তরা এখনও বিমর্ষ হয়ে আছে। ২০২০ আমাদের কাছ থেকে কেড়ে নিয়েছে অনেক প্রতিভাকে। তবে যাঁর মৃত্যু আমাদের সবথেকে বেশি নাড়া দিয়ে গেছে, তিনি হলেন সুশান্ত সিং রাজপুত। বেঁচে থাকলে এখন তাঁর বয়স ৩৫ বছর হতো। কিন্তু তাঁর জন্মদিনে মোমবাতি নিভিয়ে কেক কাটার বদলে মোমবাতি জ্বালিয়ে তাঁর স্মৃতি স্মরণ করতে হচ্ছে।

এটি তাঁর আত্মীয় পরিজনদের কাছে বড় যন্ত্রণার, জানালেন তার দিদি শ্বেতা সিং। সুশান্তের মৃত্যুতে সবথেকে বেশি হারিয়েছেন তার দিদিরা। শৈশবে মাতৃহারা সুশান্ত আদরের ছিলেন তাঁর দিদিদের। তাই তাঁর মৃত্যুতে দিদিরা আহত হয়েছেন সবথেকে বেশি হয়তো।

বেঁচে থাকতে সুশান্ত সিং রাজপুত একটি খাতায় তাঁর পঞ্চাশটা স্বপ্নের কথা লিখে গিয়েছিলেন। তার মধ্যে একটি পূরণ হলো গতকাল তাঁর জন্মদিনে। ‘বার্কলে ইউনিভার্সিটি অফ ক্যালিফোর্নিয়া’য় সুশান্তের নামে একটি তহবিল তৈরি ছিল তাঁর একটি স্বপ্ন।

যে স্বপ্ন পূরণ হলো গতকাল। সুশান্ত সিং রাজপুতের অত্যন্ত পছন্দের বিষয় ছিল পদার্থবিদ্যা। তাই যে সমস্ত ছাত্রছাত্রীরা বার্কলে ইউনিভার্সিটি অফ ক্যালিফোর্নিয়ায় অ্যাস্ট্রোজেনিক্স নিয়ে পড়াশোনা করতে চায় তাদেরকে সাহায্য করবে এই তহবিল। এই প্রসঙ্গে তাঁর দিদি শ্বেতা জানান, “সুশান্তের অন্যতম স্বপ্নগুলোর একটা পূরণ হলো। আমার ভাইয়ের বাকি স্বপ্নগুলো যেগুলো হয়তো বা বেঁচে থাকতে সে পূরণ করে যেতে পারেনি, তার মধ্যে একটা অন্তত পূরণ হওয়ায় আমি দিদি হিসেবে গর্বিত।”

Related Articles