বিনোদন

সুশান্তের মৃত্যু তদন্ত, ইডির হাতে গ্রেফতার হবে রিয়া চক্রবর্তী?

সিবিআইয়ের হাতে যাবার পরই সুশান্তের বান্ধবী রিয়া চক্রবর্তী সহ তাঁর পরিবারের আরও ৫ জনের বিরুদ্ধে এফআইআর দায়ের করা হয়।

Advertisement
Advertisement

সুশান্ত সিং রাজপুতের মৃত্যু রহস্য যতদিন বাড়ছে, ততই জটিল হচ্ছে। প্রয়াত অভিনেতার মৃত্যু তদন্ত নেবার জন্য মুম্বই পুলিশ, বিহার পুলিসের পর আসে ইডি। আর ইডির পর সবশেষে আসে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা। আর সিবিআইয়ের হাতে যাবার পরই সুশান্তের বান্ধবী র্যা চক্রবর্তী সহ তাঁর পরিবারের আরও ৫ জনের বিরুদ্ধে এফআইআর দায়ের করা হয়। যাঁদের বিরুদ্ধে এফআইআর দায়ের করা হয়েছে, তারা হলেন- রিয়া চক্রবর্তী, ইন্দ্রজিৎ চক্রবর্তী, সৌভিক চক্রবর্তী, সন্ধ্যা চক্রবর্তী, স্যামুয়েল মিরান্ডা, এছাড়াও আরও একজনের বিরুদ্ধে দায়ের হয় এফআইআর।

এই স্যামুয়েল সুশান্তের হাউজ ম্যানেজার। রিয়া তাঁকে নিয়োগ করে। ইডির ডাকে হাজির হন স্যামুয়েল। সূত্র মারফত জানা গেছে, ইডির কাছে তাঁকে দীর্ঘ ৯ ঘন্টা ধরে জিজ্ঞাসাবাদ করা হয়। কিন্তু সংবাদমাধ্যমের সামনে মুখে কুলুপ এঁটেছেন তিনি। একটাও কথা বলেননি সংবাদমাধ্যমের সামনে। এই স্যামুয়েলই রিয়ার অবর্তমানে সুশান্তের অর্থের হিসাব রাখতেন। আর সুশান্তের মৃত্যুর পরই সে নিখোঁজ হয়ে যান। এটাও জানা গেছে যে সংবাদ মাধ্যমের সামনে মুখ না খোলার নির্দেশ দেওয়া হয় তাঁকে।

এই মুখ বন্ধ রাখার নির্দেশ মুম্বই পুলিশ দিয়েছে কিনা, সে বিষয়ে খোঁজ শুরু হয়েছে। এদিকে রিয়াকে ইডির সামনে হাজরা দিতে বলা হয়েছে। এই বিষয়ে বিহারের ডিজিপি গুপ্তেশ্বর পান্ডে বলেছেন রিয়া ভয়ে ইডির সামনে হাজির হচ্ছে না, যদি তাঁকে গ্রেফতার করা হয়, সেই ভয় রিয়ার মধ্যে আছে। এর পরে ভাইরাল হয় রিয়ার একটি ভিডিও। সেখানে রিয়া বলেন, ” দয়া করে আমাকে গ্রেফতার করবেন না। উল্লেখ্য, সুশান্তের মামলায় জিজ্ঞাসাবাদের জন্য আজ ইডির কার্যালয়ে হাজির হয়েছেন রিয়া।

Related Articles