বিনোদন

শুধু ভারতে নয়, বিদেশেও চলছে সুশান্তকে ন্যায় পাইয়ে দেওয়ার লড়াই! দেখে নিন ভিডিও

Advertisement
Advertisement

সুশান্ত সিং রাজপুত এর মৃত্যুর পর থেকেই সোশ্যাল মিডিয়ায় প্রতিবাদ জাহির করেছে তার অগুনতি ভক্তরা। প্রথম থেকেই সুশান্তের মৃত্যু আত্মহত্যা বলে বিশ্বাস করতে চাননি নেটিজেনরা, সুশান্তের মৃত্যুর তদন্তের ভার সিবিআই এর হাতে যাক এমনটাই চেয়েছিলেন। সাধারণ মানুষের জোর কতখানি তা বুঝিয়ে দিল পরিস্থিতি।মাসখানেক ধরে প্রতিবাদ চলতে চলতে অবশেষে সুশান্তের মৃত্যুর তদন্ত ভার গিয়ে পড়লো পড়লো সিবিআইয়ের কাছে।

সুশান্তের মৃত্যুর পর থেকেই স্বজনপোষনে নাম জড়িয়েছিল অনেক পরিচালকের আর তা নিয়ে প্রতিবাদের ঝড় উঠতেই ব্যান হয়েছিল করন জোহরের কফি উইথ করণ। স্টার কিডডের উপরে পড়েছিল এর প্রভাব। সোশ্যাল মিডিয়ায় ঘুরছিল justice for susant। সুশান্ত সিং রাজপুতকে ন্যায় দেওয়ার জন্য দেশের মানুষ একজোট তো হয়েছিলেন। এবার বিদেশের মাটিতেও সুশান্তের ন্যায় বিচারের দাবীতে শুরু হয়েছে প্রতিবাদ। সিবিআই দ্বারা এফআইআর এর পর সুশান্তের বোনের বিশ্বাস এবার সুশান্ত ন্যায়বিচার পাবেন।

সম্প্রতি সুশান্তের বোন শ্বেতা সিং কীর্তি সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও শেয়ার করেছেন যেখানে দেখা যাচ্ছে সুশান্তকে ন্যায় পাইয়ে দেওয়ার জন্য অভিযান চালানো হচ্ছে। এই অভিযান চলছে ক্যালিফোর্নিয়ার মাটিতে সেখানে একটি পোস্টার লাগানো হয়েছে সুশান্তকে ন্যায় বিচার দিতে । আমেরিকার বিলবোর্ডের সেই ভিডিও সোশ্যাল মিডিয়ায় শেয়ার করে শ্বেতা লিখেছেন “ক্যালিফোর্নিয়ায় ভাইয়ের বিলবোর্ড, এটি দ্য গ্রেট মল থেকে বেরিয়ে ঠিক 880 উত্তরের দিকে আছে।” এটা এখন আর শুধু ভারতে নয় বিশ্বব্যাপী আন্দোলনের চেহারা নিয়েছে।

সোশ্যাল মিডিয়ায় সুশান্তের ফ্যানেরা #জাস্টিস ফর সুশান্ত সিং রাজপুত লিখে ন্যায়বিচারের দাবিতে সোচ্চার হয়েছে, শুরু করেছেন #Warriors4SSR অভিযান। ফ্যানেদের এই অভিযানে অংশ নিয়েছেন সুশান্তের পরিবার, প্রাক্তন প্রেমিকা সহ বিজেপি রাজ্যসভার এক সাংসদ। লক্ষ্যপূরন যে খুব শীঘ্রই হতে চলেছে তা আশা করাই যায়।

Web Desk

We belong to that group who are addicted to journalism. Behind us, there is no big business organization to support us. Our pens do not flow under any other’s commands.

Related Articles