ভাঙছে অভিমানের পাহাড়, সূর্যকে আঁকড়ে থেকে যাওয়ার অনুরোধ দীপার

Advertisement

স্টার জলসার জনপ্রিয় ধারাবাহিক হল ‘অনুরাগের ছোঁয়া’। এই ধারাবাহিকে একের পর এক প্লট টুইস্টে মাথা ঘুরেছে দর্শকদের। একের পর এক কাহিনিতে টিআরপি তালিকায় একেবারে শীর্ষে স্থান নিয়েছে এই ধারাবাহিক। খারাপ ও ভালো দুইরকম কাহিনি মিশিয়ে এই ধারাবাহিকের গল্প। সোনা ও রূপার মিষ্টি কথা, ব্যবহার ও তাদের অভিনয় সকলের মন জয় করে নিয়েছে। অপরদিকে সূর্য ও দীপা এতদিন হয়ে গেলেও মিল হচ্ছে না তা নিয়ে দর্শকদের বেশ মনখারাপ।

Advertisements

ধারাবাহিকে একের পর এক জট খুলছে। কিন্তু দীপা ও সূর্য একসঙ্গে হতে পারছে না। তাদের মধ্যে মিশকা যেনো বাঁধা হয়ে দাঁড়িয়েছে। মিশকার বারংবার চক্রান্তের ফাঁদে পড়ে সূর্য। আর এভাবে নতুন বছরে দীপাকে ধরিয়ে দেন বিবাহ বিচ্ছেদের কাগজ। আর এই ঘটনায় দীপা মরমে আঘাত পায়। অজ্ঞান হয়ে যায় দীপা। দীপার এই অবস্থা দেখে তাকে হাসপাতালে নিয়ে যায় সূর্য।

Advertisements

এরপর হাসপাতালে নিয়ে গিয়ে জানতে পারে দীপা অসুস্থ। নার্স সূর্যকে জানায়, এই বয়সে শরীরের এই অবস্থা। সূর্য নিজে দীপার চিকিৎসা করতে শুরু করে। তার মাথায় হাত বুলিয়ে দেয়। আর এই দৃশ্য দেখে বেশ খুশি লাবণ্য। নার্স সূর্যকে কিছুক্ষণ বিশ্রাম করার জন্য বললে সূর্য জানায় সে কিছুক্ষণ এখানেই দীপার সঙ্গে থাকবে। বেডে শুয়ে দীপার বিয়ের কথা মনে পড়তে থাকে। আর তারপরই ডাক্তারকে জড়িয়ে ধরে জানান তাকে ছেড়ে না যেতে।

আগামী এপিসোডে ধারাবাহিকের বাকি অংশটুকু দেখা যাবে। এরপর কী হতে পারে তা জানতে ধারাবাহিকের আগামী এপিসোডে চেখ রাখুন।

Related Articles