স্বামীর সোহাগের চিহ্ন! বিয়ের পর ভাইরাল ‘বেণী বৌদি’ সুদীপ্তার গোপন ছবি

দীর্ঘদিনের প্রেমিক সৌম্য বক্সীর সঙ্গে কিছুদিন আগে সাত পাকে বাঁধা পড়েছেন টলিউড অভিনেত্রী সুদীপ্তা বন্দ্যোপাধ্যায় (Sudipta Banerjee)। নিজের সোশ্যাল হ্যান্ডেলে সেই ছবিতে ভরিয়ে তুলেছেন। গরমের দাবদাহে কলকাতা পুড়লেও টলি পাড়ায় থেমে নেই বিয়ের ধুম। গত পয়লা মে বিয়ে হয় সুদীপ্তা ও সৌম্যর। এরপরই সকলে তাদের বিয়ের শুভেচ্ছা জানাতে শুরু করেন। বিয়ের দিন হাজির ছিলেন টলিউডের একাধিক তারকা। তবে রিসেপশনের দিন উপস্থিত ছিলেন রাজনৈতিক ব্যক্তিত্বরা।
সৌম্য বক্সীর মা স্মিতা বক্সী একজন রাজনৈতিক মানুষ। তিনি একজন প্রাক্তন বিধায়ক। সৌম্য ও সুদীপ্তার বিয়ের ছবি থেকে নানান আচার অনুষ্ঠানের ভিডিও ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। সেখানে সুদীপ্তাকে দেখা গিয়েছে সিঁথিতে সিঁদুর, হাতে শাখা পলা। একেবারে নতুন বউয়ের সাজে তার গ্ল্যামার যেনো আরও কয়েক ধাপ বেড়ে গিয়েছে। সম্প্রতি সুদীপ্তা নিজের সোশ্যাল হ্যান্ডেলে ছবি পোস্ট করেছেন। সেখানে তিনি এক নিমন্ত্রণ রক্ষা করার জন্য গিয়েছিলেন।
ছবিতে অভিনেত্রীকে দেখা গিয়েছে জলপাই সবুজ রং-এর শাড়ি ও ব্লাউজে। মুখে হালকা মেকাপ, চোখে কাজল, সিঁথিতে সিঁদুর, ঠোঁটে লিপস্টিক পরে একেবারে হাসি মুখে ক্যামেরার দিকে পোজ দিয়েছেন তিনি। চুল খোলা অবস্থায় তাকে আরও সুন্দর লাগছিল। সুদীপ্তার হালকা সাজ তার সৌন্দর্য আরও কয়েক গুণ বাড়িয়ে দিয়েছে। নেট দুনিয়ার সকলে তার সাজের প্রশংসা করেছেন। তবে নেটিজেনদের অনেকেই সুদীপ্তার গলায় লাল দাগের দিকে দৃষ্টি আকর্ষণ করেছেন।
কিন্তু লাল দাগের দিকে ভালো করে দৃষ্টি দিলে দেখা যাবে সেটি কোনো কসমেটিকস্ বা গয়নার অ্যালার্জির দাগ। এই দাগ তিনি মোটেও লুকিয়ে রাখেননি৷ তাই ক্যামেরাতে তা ধরা পড়েছে। বর্তমানে ‘সোহাগ জল’ ধারাবাহিকে অভিনয় করছেন সুদীপ্তা। সেই ধারাবাহিকে তার চরিত্রটি বেশ জনপ্রিয় হয়ে উঠেছে। বিয়ের পরই কাজে ফিরেছেন তিনি।