শরীরে মিশেছে শরীর! বর সৌম্যর সঙ্গে রোমান্টিক মুডে ‘বেণী বৌদি’ সুদীপ্তা (ভিডিও)

প্রেমে গদগদ নবদম্পতি, সোশ্যাল মিডিয়ায় ভাইরাল সুদীপ্তা-সৌম্যর রোমান্টিক মুহূর্ত। সদ্য বিবাহিতা অভিনেত্রী সুদীপ্তা ব্যানার্জি (Sudipta Banerjee)-কে নিয়ে জোর চর্চা চলছে নেটপাড়ায়। বলা যায় বিয়ের পর থেকেই নেটিজেনদের আলোচনার শীর্ষে রয়েছেন তিনি। বিয়ের পর তিনি কিভাবে থাকছেন, কি করছেন সবকিছুই খবর রয়েছে নেটজনতার কাছে। তবে এই সব কিছুরই মাঝে সাম্প্রতিক এক ভিডিওর মাধ্যমে সোশ্যাল মিডিয়া সেনসেশনে বিধায়ক স্মিতা বক্সী (Smita Bakshi)-র পুত্র-পুত্রবধূ সুদীপ্তা-সৌম্য (Sudipta-Soumya)।
প্রেমে গদগদ সুদীপ্তা-সৌম্য (Sudipta-Soumya)। বিবাহের পর থেকেই একে অপরকে চোখে হারাচ্ছে। বলা যায় দাম্পত্য জীবন শুরু থেকেই একে অপরের প্রেমে হাবুডুবু খাচ্ছেন নবদম্পতি। সাম্প্রতিক নেটদুনিয়ায় ভাইরাল হয়েছে তাঁদের সেই রোমান্টিক মুহূর্তেরই এক ভিডিও। ভিডিওটিতে দেখা যায় কখনো সোহাগ করে সৌম্যর বুকে মাথা রাখছেন সুদীপ্তা (Sudipta)। তো কখনো আবার আদর করে গালে হাত বুলিয়ে দিচ্ছেন। আবার কখনো নাকে নাক ঘষে কপালে এঁকে দিচ্ছেন চুম্বন। বলা যায় গাঁটছড়া বাঁধার পর থেকেই বেড়ে গিয়েছে তাঁদের ভালোবাসা। তবে এই ভিডিওতে সাদা পোশাকেই ধরা দিয়েছেন সৌম্য-সুদীপ্তা।
যার ফলে তাঁদের নতুন জীবনের সৌন্দর্য আরো বেড়ে গিয়েছে। তবে নবদম্পতির এই সুখের মুহূর্ত দেখে বেজায় খুশি নেটবাসীরা। কেউ কেউ মন্তব্য করেছেন, কিউট কাপল। তাঁদের জোরি ভগবান যেন চিন্তাভাবনা করে বানিয়েছেন। তাঁরা দুজনে ভালো থাকুক। আবার কেউ লিখেছেন, সুদীপ্তার স্বামী সৌম্যর এই ভিডিওতে আরেকটু হাসলে ভালো হতো। তবে সুদীপ্তার পোস্ট করা এই ভিডিওটি সম্ভবত তাঁদের প্রিওয়েডিং শুটিংয়েরই এক ঝলক। যা দেখে আপ্লুত নেটজনতা। খবর রয়েছে বিবাহের পর এবার হানিমুন সারবেন নবদম্পতি।
তবে এখনই নয়, পুজোর পর তাঁদের ঘুরতে যাওয়ার প্ল্যান রয়েছে। তবে বর্তমানে দুজনেই কাজ নিয়ে ব্যস্ত। প্রসঙ্গত, ‘সোহাগ জল’ (Sohag Jal) ধারাবাহিকে বেনী চরিত্রে অভিনয় করছেন সুদীপ্তা। অন্যদিকে, সামনে রয়েছে পঞ্চায়েত ভোট। ফলেই সেই নিয়েও ব্যস্ত সৌম্য (Soumya)। তবে নতুন শ্বশুরবাড়িতে অভিনেত্রী সুদীপ্তার মানিয়ে নিতে যেকোনো সমস্যা হচ্ছে না তা তার কথায় বেশ বোঝা গেছে। অন্যদিকে সুদীপ্তার প্রতি তাঁর স্বামী কতটা মুগ্ধ তাও প্রকাশ পেয়েছে সৌম্যর পোস্টে। বলা যায় বর্তমানে সবমিলিয়ে নবদম্পতি ভাসছেন সুখের সাগরে।